BSNL গ্রাহকদের জন্য সুখবর, এসে গেল মাল্টি রিচার্জের সুবিধা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় টেলিকম বাজারে বর্তমানে মূলত চারটি টেলিকম সংস্থা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় শামিল হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছে। এই চারটি টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। এই টেলিকম সংস্থাগুলি প্রতিনিয়ত তাদের গ্রাহকদের সামনে নানান নতুন নতুন অফার ও সুবিধা প্রদানের মাধ্যমে নিজেদের গ্রাহকদের রাখতে পকেটে বন্দি করে রাখার চেষ্টা চালাচ্ছে। এই চার টেলিকম সংস্থার মধ্যে প্রতিযোগিতার বাজারে অফার ও সুবিধা দেওয়ার নিরিখে এখন পিছিয়ে নেই রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL।

Advertisements

Advertisements

BSNL প্রতিনিয়ত তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং অন্যান্য নানান সুবিধা নিয়ে আসছে। যে কারণে একটা সময় যে BSNL প্রায় বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল তারা এখন নিজেদের গ্রাহকসংখ্যা অনেকগুণ বাড়িয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে। আর প্রতিযোগিতার এই বাজারে এবার BSNL তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো মাল্টি রিচার্জের সুবিধাও। যে সুবিধা এযাবত ছিল কেবলমাত্র রিলায়েন্স জিও এবং এয়ারটেলের। আর এই মাল্টি রিচার্জের সুবিধা আসাটা BSNL গ্রাহকদের জন্য অবশ্যই সুখবর।

Advertisements

মাল্টি রিচার্জ আসলে কি?

মাল্টি রিচার্জ হলো একটি রিচার্জ প্ল্যান চলাকালীন অন্য আরও একটি রিচার্জ প্ল্যান রিচার্জ করে নেওয়া অর্থাৎ কোন রিচার্জ প্ল্যান বর্তমান থাকা অবস্থাতেই একই রিচার্জ প্ল্যান অথবা অন্য কোন প্ল্যান রিচার্জ করার সুবিধা। এক্ষেত্রে কি হবে, বর্তমানে যে প্ল্যানটি চলছে সেই প্ল্যানটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আগে থেকে রিচার্জ করে রাখা নতুন প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ মোবাইল বন্ধ থাকার অথবা কল করতে না পারার মত কোন অসুবিধা হবে না।

মাল্টি রিচার্জ সুবিধা আসায় আরও একটি বড় সুবিধা হল গ্রাহকরা যদি তার রিচার্জ প্ল্যান থাকা অবস্থাতেই ভুল করে অন্য কোন রিচার্জ প্ল্যান রিচার্জ করে নেন সে ক্ষেত্রে কোন লোকসান হবে না। কারণ বর্তমানে যে রিচার্জ প্ল্যানটি যেমনভাবে চলছিল, সেটি ঠিক তেমন ভাবেই চলবে। আর বর্তমানে চলা প্ল্যানটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্ল্যান অ্যাক্টিভ হবে।

BSNL যেসকল রিচার্জের ক্ষেত্রে মাল্টি রিচার্জের সুবিধা দিচ্ছে

BSNL বর্তমানে তাদের গ্রাহকদের জন্য ৯৭, ৯৮, ১১৮, ১৮৭, ২৪৭, ৩১৯, ৩৯৯, ৪২৯, ৪৮৫, ৬৬৬, ৬৯৯, ৯৯৭, ১,৬৯৯ এবং ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানগুলিতে মাল্টি চার্জের সুবিধা উপলব্ধ করেছে। অর্থাৎ এই সকল রিচার্জগুলির মধ্যে আপনি ইচ্ছা করলে এক একটি রিচার্জ একাধিকবার করতে পারেন। সেক্ষেত্রে প্রথম রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী রিচার্জ প্ল্যানের মেয়াদ শুরু হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

Advertisements