নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল Bharat Sanchar Nigam Limited অর্থাৎ BSNL। এই টেলিকম সংস্থা একসময় দেশের মানুষদের মধ্যে ঝড় তুললেও এখন প্রতিযোগিতার বাজারে দিন দিন পিছিয়ে পড়ছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে। এই পরিস্থিতিতে আবার চুপিসারে এই টেলিকম সংস্থা তাদের একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দিল।
এমনিতেই অন্যান্য টেলিকম সংস্থাগুলি দেশে 5G পরিষেবা দিতে শুরু করলেও BSNL এখনো 3G-তেই আটকে রয়েছে। যারা এসবের মধ্যেও BSNL ব্যবহার করে থাকেন তারা মূলত নিজেদের খরচ বাঁচানোর জন্য ব্যবহার করেন। কিন্তু রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা দিন দিন তাদের মোবাইল খরচ বৃদ্ধি করছে, তাও আবার ঘুরপথে। ঠিক সেই রকমই ঘুরপথে ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে পরিবর্তন আনতে দেখা গেল।
৫৯৯ টাকা রিচার্জ প্ল্যান ব্যবহার করে আগে BSNL গ্রাহকরা প্রতিদিন ৫ জিবি ডেটা পেতেন। এর ভ্যালিডিটি ছিল ৮৪ দিন। এছাড়াও ছিল আনলিমিটেড কল সহ অন্যান্য এসএমএস সুবিধা। কিন্তু এখন টেলিকম সংস্থাটির তরফ থেকে এর বিরাট পরিবর্তন আনা হয়েছে। যা গ্রাহকদের কাছে ধাক্কার কারণ।
বর্তমানে BSNL ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ৫ জিবি ডেটার পরিবর্তে দেওয়া হচ্ছে ৩ জিবি ডেটা। অর্থাৎ আগের তুলনায় ২ জিবি ডেটা কমিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে দেওয়া হচ্ছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ভ্যালিডিটি ৮৪ দিনই রাখা হয়েছে।
এছাড়াও এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে BSNL গ্রাহকরা পাবেন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ। পাশাপাশি গ্রাহকদের দেওয়া হচ্ছে Zing, PRBT, Astrotell and GameOn services বিনামূল্যে।