BSNL Data Offer: মিলবে BSNL 4Gb ডেটা, লাগবে না এক টাকাও, শুরু করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বজায় রেখে ব্যবসা চালাচ্ছে সেগুলি হল Jio, Airtel, Vi এবং BSNL। এই সকল টেলিকম সংস্থার মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল BSNL। তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হয়েও কিন্তু বিএসএনএল তেমন কোনো সুবিধা করতে পারেনি। বরং তারা দিন দিন পিছিয়ে পড়ার ফলে এখন দেশের সবচেয়ে নিচু তলার টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

মূলত পরিষেবাগত এবং প্রযুক্তিগত দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক পিছিয়ে থাকার ফলে এমন অবস্থা হয়েছে বিএসএনএলের। অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G, 5G পরিষেবা লঞ্চ করে দিলেও এখনো পর্যন্ত তাদের তরফ থেকে সর্বোচ্চ 3G পরিষেবা দেওয়া হচ্ছে গ্রাহকদের। যদিও প্রযুক্তির উন্নতির জন্য এখন উঠেপড়ে লেগেছে রাষ্ট্রয়াত্ত এই টেলিকম সংস্থাটি।

Advertisements

দেশের বিভিন্ন প্রান্তে যাতে 4G পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য তৎপরতার সঙ্গে তারা কাজ চালাচ্ছে বলেই জানা যাচ্ছে সংস্থা সূত্রে। এর পাশাপাশি 5G পরিষেবা নিয়েও খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া হবে বলেও সূত্রের খবর। আর এসবের মধ্যেই এবার গ্রাহকদের মন জয় করতে কোন রকম খরচ ছাড়াই 4Gb ডেটা দেওয়ার ঘোষণা করা হলো। তবে এই ফ্রি ডেটা পাওয়ার জন্য গ্রাহকদের শুধু একটি কাজ করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? BSNL Validity Offers: BSNL গ্রাহকদের জন্য সুখবর, এবার এই দুই রিচার্জ প্ল্যানে মিলবে বাড়তি ভ্যালিডিটি

সম্পূর্ণ বিনামূল্যে যে 4Gb ডেটা যাওয়ার ঘোষণা করা হয়েছে তা সীমিত সময়ের জন্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকদের এই সুবিধা বা অফার দেওয়া হবে। আর যারা এই অফার উপভোগ করতে চান তাদের যে কাজটি করতে হবে সেটি হল, নিজেদের 2G বা 3G সিম কার্ড 4G সিম কার্ডে আপগ্রেড করতে হবে। তবে এই অফার আবার সমস্ত সার্কেলের জন্য দিচ্ছে না সংস্থা। বাছাই করা কিছু সার্কেলের জন্য দেওয়া হচ্ছে।

তবে এসবের মধ্যেই বিএসএনএল গ্রাহকদের আরও একটি সুখবর রয়েছে। আর সেই সুখবরটি হলো ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় 3500 4G সাইটস বসানো হয়েছে সংস্থার তরফ থেকে। যে সকল জায়গায় এমন সাইটস বসানো হয়েছে সেই সকল জায়গাগুলি রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে।

Advertisements