BSNL Validity Offers: BSNL গ্রাহকদের জন্য সুখবর, এবার এই দুই রিচার্জ প্ল্যানে মিলবে বাড়তি ভ্যালিডিটি

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা হিসাবে ব্যবসা করছে BSNL। এই টেলিকম সংস্থাকে একসময় রমরমিয়ে ব্যবসা করলেও এখন রীতিমত ধুঁকতে দেখা যাচ্ছে। পরিষেবা থেকে শুরু করে প্রযুক্তিগত বিভিন্ন দিক দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হয়েও পিছিয়ে পড়ার কারণে এখন তাদের এমন অবস্থা বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

যদিও রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা এখন ঘুরে দাঁড়াতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। যেখানে দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel, Jio 5G পরিষেবা চালু করে দিয়েছে সেই জায়গায় বিএসএনএল এখন 4G পরিষেবা চালু করতে মুখিয়ে রয়েছে। তাদের তরফ থেকে 4G পরিষেবা চালু করার জন্য কাজ চালানো হচ্ছে দ্রুততার সঙ্গে।

4G পরিষেবা চালু করার জন্য একদিকে যেমন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল জোরকদমে কাজ চালাচ্ছে, ঠিক সেই রকমই আবার গ্রাহকদের পুনরায় নিজেদের সংস্থায় ফিরিয়ে আনার জন্য নতুন নতুন অফারও দেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই এবার বাড়তি ভ্যালিডিটির (BSNL Validity Offers) অফার দেওয়া শুরু করা হলো। সংস্থার তরফ থেকে দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে গ্রাহকদের।

৬৯৯ টাকা : ৬৯৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আগে গ্রাহকরা ১৩০ দিন ভ্যালিডিটি পেতেন। এখন এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। বাড়তি ২০ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে রিচার্জ প্ল্যানটির সঙ্গে। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা প্রতিদিন ০.৫ জিবি ডেটা পেয়ে থাকেন। এছাড়াও পাওয়া যায় আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। প্রথম ৬০ দিনের জন্য দেওয়া হয় পিআরবিটি বিনামূল্যে।

আরও পড়ুন 👉 BSNL Recharge Plan: বলা নেই, কওয়া নেই, দুম করে BSNL এই রিচার্জ প্ল্যানে বন্ধ করে দিল একটি সুবিধা

৯৯৯ টাকা : ৯৯৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আগে গ্রাহকরা ২০০ দিন ভ্যালিডিটি পেতেন। এখন এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে ২১৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। বাড়তি ১৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে রিচার্জ প্ল্যানটির সঙ্গে। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে আনলিমিটেড কলের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। তবে এর সঙ্গে কোনো রকম ডেটা অথবা এসএমএস সুবিধা দেওয়া হয় না। অন্যদিকে প্রথম ৬০ দিনের জন্য দেওয়া হয় পিআরবিটি বিনামূল্যে।

তবে সংস্থার তরফ থেকে এই বাড়তি ভ্যালিডিটি সংক্রান্ত যে অফার দেওয়া হচ্ছে সেই অফার সমস্ত সার্কেলের জন্য চালু করা হয়নি। প্রাথমিকভাবে বেছে নেওয়া কিছু সার্কেলের জন্য চালু করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সার্কেলগুলিতেও চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে।