BSNL is going to enter the competitive market with 4G services: সময়ের সাথে সাথে মানুষ নিজেকে আরও বেশি উন্নত করেছে, ছুটে চলেছে দ্রুতগতিতে। আগে মানুষ চলত সাইকেল নিয়ে, তারপর নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করে স্কুটার কিংবা বাইক। মানুষের মতো টেকনোলজিও আজকাল অনেক উন্নত হয়ে গেছে। BSNL হল অন্যান্য টেলিকম সংস্থাদের মধ্যে সবথেকে পুরনো। চলতি বছরে বিএসএনএল আনতে চলেছে তার নতুন চমক (BSNL 4G)। দেশের বিভিন্ন জায়গায় খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এই পরিষেবা।
এরপর আগামী বছর গ্রাহকদের জন্য বিএসএনএল আনতে চলেছে নতুন এক উপহার। সেটি হল BSNL 5G। এখন প্রথম অবস্থায় পাঞ্জাবের মাত্র দুটি শহরে চালু হবে এই (BSNL 4G) পরিষেবা। দেশের সরকারি এই সংস্থাটি একবার 4G পরিষেবা চালু হয়ে গেলে আনবে নানা ধরনের রিচার্জ প্ল্যান। জিওর সাথে সমান সমান প্রতিযোগিতায় নামার জন্য বিএসএনএল এনেছে বিভিন্ন সস্তার প্ল্যান। ফোরজি লঞ্চ করার আগে বিএসএনএল এর কয়েকটি সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া দরকার।
বিএসএনএল খুব শীঘ্রই আনতে চলেছে ফোরজি পরিষেবা (BSNL 4G)। বিএসএনএল এর একটি অসাধারণ প্ল্যান হল BSNL 49 টাকার রিচার্জ প্যাক। প্ল্যানটিতে আপনাকে অফার করা হবে ১৫ দিনের সার্ভিস ভ্যালিডিটি। আপনি যদি এই প্রিপেড প্যাকটি রিচার্জ করেন তাহলে পাবেন ১০০ মিনিটের জন্য ভয়েস কলিং এবং ১৫ দিনের প্রত্যেকটা দিন ১ GB করে ডেটা। এছাড়া এই সরকারি সংস্থার ভয়েস সেকশনে পেয়ে যাবেন ১৮ টাকার প্ল্যান। এতে আপনি পাবেন দু দিনের জন্য ভ্যালিডিটি। এছাড়াও আছে প্রতিদিনের ১ GB করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং।
BSNL এর মত সরকারি টেলিকম সংস্থার কাছে আছে বিভিন্ন সস্তার প্ল্যান। তার মধ্যে অন্যতম হলো ৯৪ টাকার প্ল্যানটি। এই বিশেষ রিচার্জ প্যাকের ভ্যালিডিটি হলো ৩০ দিন, এই প্ল্যানটিতে কাস্টমারদের জন্য অফার করা হয় ২০০ মিনিট ভয়েস কলিং। এর সাথে রয়েছে 3GB ডেটা অফার। কিন্তু এই প্ল্যানটিতে আপনি কোনও ভ্যালিডিটি পাবেন না। কারণ, এটি হলো একটি ডেটা ভাউচার প্যাক। তবে আপনি যদি বেশি পরিমাণ ডেটা ও ভয়েস কলিংয়ের চান, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হতে পারে ৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি। এতে আপনি পাবেন ২২ দিনের ভ্যালিডিটি। এছাড়া পাবেন প্রতিদিন 2GB করে ডেটা। এটিও কিন্তু একটি ডেটা ভাউচার, এতে ভ্যালিডিটি অফার করা হয়। আপনি শীঘ্রই পেতে চলেছেন বিএসএনএল এর বিশেষ সুবিধা (BSNL 4G)।
গ্রাহকদের সুবিধার্থে বিএসএনএল এর আছে আরো দুটি প্ল্যান। ৮৭ টাকা ও ৯৯ টাকার প্ল্যান দুটি খুবই ভালো। এতে আছে ১৪ দিন এবং ১৮ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১ GB করে প্রতিদিন ডেটা। এছাড়া Hardy Mobile গেমস অফার করা হবে। অন্যদিকে ৯৯ টাকার প্ল্যানে আছে আনলিমিটেড ভয়েস কলিং। যদিও সেই প্ল্যানে কোনও ডেটার অফার থাকছে না।