BSNL 5G Future Plan: Jio, Airtel-এর একচেটিয়ার দিন শেষ! এবার 5G নিয়ে মেগা এন্ট্রির পরিকল্পনা BSNL-এর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অনেক পিছিয়ে পড়েছে, তবে অনেক পিছিয়ে পড়েও এগিয়ে যাওয়ার অদম্য লড়াই এখন চালিয়ে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি পরিষেবার দিক দিয়েও BSNL-এর বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে গ্রাহকদের। তবে এবার বিএসএনএল একের পর এক নতুন পরিকল্পনা নিয়ে মেগা এন্ট্রির অপেক্ষায়।

Advertisements

বিএসএনএলের প্রযুক্তি এবং পরিষেবাগত দিক দিয়ে ক্রমাগত পিছিয়ে পড়ার কারণে এখন রমরমা বাজার চলছে Jio, Airtel এর মত টেলিকম সংস্থাগুলির। তারা মাসকয়েকের মধ্যেই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এবার এই একচেটিয়ার দিন খুব তাড়াতাড়ি শেষ হবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

কেননা বিএসএনএল ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে পাঞ্জাবে 4G পরিষেবা চালু করে দিয়েছে। সেখানে 4G পরিষেবার ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল পাওয়া যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে। এসবের মধ্যেই তারা এবার গোটা দেশে 4G পরিষেবা লঞ্চ করবে বলেই স্থির করে নিয়েছে। আর 4G পরিষেবা লঞ্চের জন্য হয়তো খুব বেশিদিন অপেক্ষাও করতে হবে না। কেননা সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের আগস্ট মাসেই দেশের সমস্ত প্রান্তে 4G পরিষেবা চালু করে দেবে বিএসএনএল বলেই জানা যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? BSNL 4G: ২০২৪-এই গোটা ভারতে একসঙ্গে 4G লঞ্চ করতে চলেছে BSNL! জানা গেল কোন মাসে

অন্যদিকে সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিএসএনএল কেবলমাত্র 4G পরিষেবা চালু করার পরই থেমে থাকছে না। কেননা তাদের মেগা প্ল্যানে রয়েছে 5G (BSNL 5G Future Plan)। আর এই প্ল্যান বাস্তবায়িত করার জন্য তাদের তরফ থেকে পাঁচটি রাজ্যে 5G টাওয়ার বসানো হবে। আসলে বিএসএনএল 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে 4G নেটওয়ার্ককেই 5G নেটওয়ার্কের আপডেট করা হবে। আর এক্ষেত্রে 4G পরিষেবা চালু হওয়ার পর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না 5G পরিষেবার জন্য। ২০২৫ সালের মধ্যেই বিএসএনএল 5G পরিষেবার রোলআউট করে দেবে।

বিএসএনএল-এর পরিকল্পনা সম্পর্কের সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানায় তাদের তরফ থেকে ৩৫০০ 5G টাওয়ার বসানো হবে। মূলত সংস্থার তরফ থেকে প্রথমেই উত্তর ভারতের একাধিক রাজ্যকে টার্গেট করে চলা হবে বলেই দাবি করা হচ্ছে।

Advertisements