BSNL new plan: ধারেকাছে নেই Jio, ধারেকাছে নেই Airtel, BSNL-এর এই প্ল্যানে রাতের ঘুম উড়ছে বাকিদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : BSNL এমন একটি সংস্থা, যেটি হল ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। একসময় ভারতে মোবাইল পরিষেবা দেওয়া শুরু করেছিল বিএসএনএল। যদিও পরবর্তীতে বিভিন্ন বেসরকারি সংস্থা ধীরে ধীরে তাদের পরিষেবা যাওয়া শুরু করলে রীতিমত কোণঠাসা হয়ে পড়ে রাষ্ট্রয়াত্ত এই টেলিকম সংস্থাটি।

Advertisements

ভারতের টেলিকম বাজারে রাষ্ট্রয়াত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ছাড়াও ধাপে ধাপে যে সকল বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের পরিষেবা দেওয়া শুরু করেছিল, সেই সকল টেলিকম সংস্থার মধ্যে এখন টিকে রয়েছে কেবলমাত্র Jio, Airtel এবং Vi। বেসরকারি এই তিনটি টেলিকম সংস্থার মধ্যে আবার জিও ও এয়ারটেল ছাড়া ভিআই-এর অবস্থা ভালো নয়। এসবের মধ্যেই বিএসএনএল এবার এমন একটি রিচার্জ প্ল্যান (BSNL new plan) লঞ্চ করল, যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিতে পারে বলেই মনে করছেন অনেকেই।

Advertisements

বিএসএনএল এখনো পর্যন্ত দেশে উন্নত প্রযুক্তির পরিষেবা 4G অথবা 5G চালু করতে সক্ষম হয়নি। যে কারণে এই টেলিকম সংস্থাটি এখন ‘গরিবের টেলিকম সংস্থা’ হয়ে দাঁড়িয়েছে। যে সকল মানুষদের হাতে এখনো 2G বা 3G ফোন রয়েছে তাদের বড় অংশ ব্যবহার করছেন বিএসএনএল। এই সকল গ্রাহকদের জন্য এবার সস্তায় বিএসএনএল ২০১ টাকার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল। যে রিচার্জ প্ল্যান রিচার্জ করলে ভ্যালিডিটি থেকে শুরু করে কল কোন কিছুর জন্য চিন্তা করতে হবে না।

Advertisements

আরও পড়ুন ? BSNL: ১০০ টাকার কমেই রয়েছে আনলিমিটেড কল, BSNL-এর এই প্ল্যানটি অনেকেই জানেন না

এমনিতে অন্যান্য যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেগুলির ২৮ দিন বা ৩০ দিনের জন্য ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান নিতে গেলেই প্রায় ১৮০ টাকা খরচ করতে হচ্ছে। বহু গ্রাহক রয়েছেন যাদের কাছে প্রতিমাসে এই বিপুল পরিমাণ টাকা মোবাইল কানেকশনের পিছনে খরচ করা অনেকটাই কষ্টসাধ্য। তবে এই সকল গ্রাহকদের কাছে এবার মসিহা হয়ে হাজির বিএসএনএল। কেননা ওই ২০১ টাকার রিচার্জ প্ল্যানে শুধু লম্বা ভ্যালিডিটি নয়, এর পাশাপাশি কল, এসএমএস, ডেটা সব কিছুরই সুবিধা দেওয়া হচ্ছে।

বিএসএনএল গ্রাহকরা দুশো এক টাকা রিচার্জ করলে টানা ৬০ দিন অর্থাৎ দু’মাসের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে পাওয়া যাবে যে কোন নম্বরে কথা বলার জন্য ৩০০ মিনিট এবং ইন্টারনেট চালানোর জন্য ৬ জিবি ডেটা। এই সকল সুবিধা যাওয়ার পাশাপাশি রয়েছে ৯৯ টি এসএমএসের সুবিধা। অন্যদিকে ফ্রি মিনিট শেষ হয়ে যাওয়ার পর টকটাইম রিচার্জ করেও গ্রাহকরা কল করতে পারবেন।

Advertisements