মাথায় হাত BSNL গ্রাহকদের, কমে গেল ৬টি রিচার্জের ভ্যালিডিটি

নিজস্ব প্রতিবেদন : গত বছর থেকেই দেশের প্রতিটি টেলিকম সংস্থা আভাস দিয়েছিল তাদের গ্রাহকদের মোবাইল খরচ ধীরে ধীরে বাড়ানো হবে। আর সেই আভাস মতই তা বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের বেশকিছু রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ভ্যালিডিটির রদবদল করেছে। আর এবার সেই একই পথে হাঁটলো দেশের রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL। এই রদবদলের ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে গ্রাহকদের।

BSNL সম্প্রতি যে ৬টি রিচার্জের ক্ষেত্রে তাদের ভ্যালিডিটি কমিয়েছে সেই রিচার্জ প্ল্যানগুলি হল ৪৯, ৭৫, ৯৪, ১০৬, ১০৭ ও ১৯৭ টাকার। এই সকল রিচার্জ প্ল্যানগুলির ভ্যালিডিটি কমিয়ে দিয়ে সংস্থা পরোক্ষে গ্রাহকদের খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রতিটি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি পরিবর্তন হয়েছে গত ১লা আগস্ট থেকে।

৪৯ টাকা : ৪৯ টাকার রিচার্জ প্ল্যানে আগে বিএসএনএল গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পেতেন। এখন তাতে পাওয়া যাবে ২৪ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি পাওয়া যাবে ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস। কল রেট প্রতি মিনিটে ৪৫ পয়সা করে কাটা হবে।

৭৫ টাকা : ৭৫ টাকার রিচার্জ প্ল্যানে আগে বিএসএনএল গ্রাহকরা ৬০ দিনের ভ্যালিডিটি পেতেন। এখন তাতে পাওয়া যাবে ৫০ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি পাওয়া যাবে ১০০ মিনিট ভয়েস কল, ২ জিবি ডেটা। কল রেট প্রতি মিনিটে ৩০ পয়সা করে কাটা হবে। অফার ভ্যালিডিটি কমালেও সিম ভ্যালিডিটি এখনও ৬০ দিনই দেওয়া হচ্ছে।

৯৪ টাকা : ৭৫ টাকার রিচার্জ প্ল্যানে আগে বিএসএনএল গ্রাহকরা ৯০ দিনের ভ্যালিডিটি পেতেন। এখন তাতে পাওয়া যাবে ৭৫ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি পাওয়া যাবে ১০০ মিনিট ভয়েস কল, ৩ জিবি ডেটা। কল রেট প্রতি মিনিটে ৩০ পয়সা করে কাটা হবে। অফার ভ্যালিডিটি কমালেও সিম ভ্যালিডিটি এখনও ৯০ দিনই দেওয়া হচ্ছে।

১০৬ এবং ১০৭ টাকা : আগে এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে সংস্থার তরফ থেকে ১০০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে থাকতো। বর্তমানে সেই ভ্যালিডিটি কমিয়ে করা হয়েছে ৮৪ দিন।

১৯৭ টাকা : এই রিচার্জ প্ল্যানের আগে ১৮০ দিন ভ্যালিডিটি দেওয়া হয়ে থাকতো। এখন থেকে দেওয়া হবে ১৫০ দিন।