Thailand Buddhist Temple: থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দির এবার বাংলায়! অপেক্ষা শুধু মাসকয়েক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Thailand’s Buddhist Temple will now be seen in West Bengal: আর কিছুদিনের মধ্যেই রথ। শুরু হবে মায়ের মূর্তি তৈরির কাজ। মা আসবেন আমাদের এই মর্ত্যলোকে। মায়ের আগমনী বার্তা পেতে এখনো কিছুটা সময় বাকি আছে। তবে মর্ত্যে কিন্তু তার আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আকাশে পেঁজা তুলার মতো ভেসে বেড়ানো মেঘ, বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের শোভা এই সবকিছুই মায়ের আগমনী বার্তা নিশ্চিত করে। কিন্তু প্রকৃতির এই রূপ ধারণ করতে এখনও বেশ কিছুটা সময় বাকি। আষাঢ় মাস পড়ে গেলেও এখনো পর্যন্ত বর্ষার দেখা মেলেনি সেভাবে। পুরো বাংলা তীব্র দাবদাহে পুড়ছে। বর্ষার জন্য আশায় বুক বেঁধে প্রতিটা মুহূর্ত কাটছে প্রত্যেক রাজ্যবাসীরা। তবে তারই মধ্যে শুরু করে দিয়েছে মায়ের আগমনের প্রস্তুতি। বাংলাতেই তৈরি হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দির (Thailand Buddhist Temple)।

Advertisements

কল্যাণী ঘোষপাড়া স্টেশনের নিকটস্থ আইটিআই মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাব তাদের কাজ শুরু করে দিয়েছে। মায়ের আগমনের জন্য তাদের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত থিমের পুজো গুলির মধ্যে অন্যতম জায়গা করে নিতে সফল এই ক্লাবটি। এর আগে চীনের লিজবোয়া ক্যাসিনোর, মালেশিয়ার টুইন টাওয়ার, দুবাইয়ের বুর্জ খালিফা ইত্যাদি ঐতিহ্যশালী স্থাপত্যগুলিকে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে এই ক্লাব। এইবার তাদের লক্ষ্য থাইল্যান্ডের অরুণ মন্দির (Thailand Buddhist Temple)।

Advertisements

৩২ তম বর্ষ উপলক্ষে কল্যাণী ঘোষপাড়ার লুমিনাস ক্লাব দুর্গাপূজার প্যান্ডেল হিসেবে তৈরি করতে চলেছে থাইল্যান্ডের বিখ্যাত ওয়াট অরুণ। এই মন্দিরটি থাইল্যান্ডের ভোরের মন্দির (Thailand Buddhist Temple) হিসেবেও পরিচিত। লুমিনাস ক্লাবের এবছরের প্যান্ডেলটির উচ্চতা হবে প্রায় ১৫০ ফুটের কাছাকাছি এবং চওড়াও প্রায় ১৩০ ফুটের কাছাকাছি হতে পারে বলে জানা গেছে। বিশ্বব্যাপী বিখ্যাত এই মন্দিরটির অবয়ব তৈরি করার কাজ শুরু করে দিয়েছে লুমিনাস ক্লাব।

Advertisements

আরও পড়ুন ? IRCTC Tour Packages: ভিসা থেকে থাকা-খাওয়ার চিন্তা দূর! এবার জলের দরে থাইল্যান্ড ঘোরাবে IRCTC

থাইল্যান্ডের একটি বিখ্যাত মন্দির (Thailand Buddhist Temple) ওয়াট অরুণ। হিন্দু দেবতাদের মধ্যে অন্যতম দেবতা অরুনার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। যখন সূর্য উঠে তখন সকালের প্রথম আলো এসে পড়ে এই মন্দিরটির গায়ে। তাই জন্য এই মন্দিরটিকে থাইল্যান্ডের ভোরের মন্দির হিসেবে চিহ্নিত করা হয়। থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দিরটির অবয়ব তৈরি করবে কল্যাণী ঘোষপাড়ার লুমিনাস ক্লাব। কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে এই মন্দিরটি তৈরি করতে ব্যবহার করা হবে একাধিক ঝিনুক। মূলত পুরো মন্দিরটি তৈরি করা হবে ঝিনুকের উপর নির্ভর করেই। লুমিনাস ক্লাবের বৈশিষ্ট্য কিন্তু শুধু থিমের পুজো প্যান্ডেল নয়। লুমিনাস ক্লাবের আকর্ষণ লুকিয়ে রয়েছে মূর্তির গায়ে পড়ানো গয়নার মধ্যেও। গতবছর দেবী দুর্গার গায়ের অলংকার নজর কেটেছিল সকলের এবারও মায়ের গয়নায় থাকবে বেশ কিছু চমক।

যেহেতু বৌদ্ধ মন্দির (Thailand Buddhist Temple) তৈরি করা হচ্ছে তাই বুদ্ধ পূর্ণিমার দিনটিকেই তারা বেছে নিয়েছিল শুভ উদ্বোধনের জন্য। ২০২৪ এর বুদ্ধ পূর্ণিমার দিনে কল্যাণী লুমিনাস ক্লাব তাদের পুজো প্যান্ডেলের খুঁটি পুজো করে। কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে এই বছর পূজো প্যান্ডেলের বাজেট ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা। এইবারেও পুজো প্যান্ডেলের কাজের দায়িত্ব পেয়েছে সরকার ডেকারেটরস। কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর তারা পুলিশ প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছিল। এই বছরও একইভাবে সাহায্য পাবার আশা রাখছে তারা। তবে এই বছর প্যান্ডেলটিতে অতিরিক্ত গেট রাখার ব্যবস্থা রয়েছে। তাই আশা করা যায় এবার দর্শনার্থীদের অসুবিধার দিকগুলি আরও অনেকটাই কমে যাবে।

Advertisements