দোকানে গিয়ে এসি (AC) কেনার আগে নানা অজানা প্রশ্নের উদয় হয় মনে। আর আপনি যদি প্রথম বার এসি (AC) কিনতে যান, তাহলে তো আর কথাই নেই! আর সেই নানাবিধ প্রশ্নের মধ্যেই একটা কমন প্রশ্ন হল, এসি -তে কেন Star Rating দেওয়া হয়? কী ভাবেই বা নির্ধারিত হয় এসি রেটিং? আর সেই ১-৫ স্টার রেটিংয়ের মধ্যে কোনটিই বা ভালো হতে পারে? ভালো অর্থাৎ, বিদ্যুৎ বিলও কম খরচ হবে আবার সেই সঙ্গেই শান্তিতে ঘুমটাও হবে।
যে AC যত কম ইনপুট পাওয়ার ব্যবহার করে, সেই এসির স্টার রেটিং তত বেশি। সেই কারণেই বেশি স্টার রেটিংয়ের এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয়। আর এই সব দিক মিলিয়ে আপনার জন্য সেরা হতে পারে ৩ স্টার রেটিং থেকে শুরু করে ৫ স্টার রেটিং-এর মধ্যে যে কোনও একটি এয়ার কন্ডিশনার।
বিশেষজ্ঞরা বলছেন, ৫ স্টার এসির কনডেন্সার বেশ বড় হয়। অন্য দিকে ৩ স্টার AC-ও যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট হয় এবং তাদের কনডেন্সার অপেক্ষাকৃত ছোট হয়। এটা একটা বড় কারণ, যার জন্য একটি ৫ স্টার এসি ৩ স্টারের থেকে কম শক্তি ব্যবহার করে এবং তার জন্য আখেরে ৩ স্টারের তুলনায় ৫ স্টার AC ব্যবহারে ইলেকট্রিসিটি বিল অপেক্ষাকৃত কম আসে। পরিসংখ্যান বলছে, একটি ৩ স্টার এসি ঘণ্টায় গড়ে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেই জায়গায় ১.৫ টনের একটি ৫ স্টার এসি ঘণ্টায় মাত্র ০.৮৪ ইউনিট ব্যবহার করে।
আর এদিকে, ৩ Star AC-র বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের ফিল্টার। হালফিলের প্রায় সব ৩ স্টার এয়ার কন্ডিশনারগুলিতে ফিল্টার দেওয়া হচ্ছে, যা মানুষকে ধুলো এবং দূষণমুক্ত বাতাস দিতে পারে। সেই সঙ্গেই আবার ৩ স্টার এসিগুলিতে থাকছে টার্বো মোড, স্লিপ মোড এবং ইকো মোডের মতো একাধিক বৈশিষ্ট্য। কিছু কিছু কোম্পানি আবার এখন ৩ স্টার Smart AC-ও বিক্রি করছে, যা কাস্টমাইজ করা যায়। এই এতসব বৈশিষ্ট্যের পরে আপনার বাজেট যদি অপেক্ষাকৃত কম হয়, তাহলে আপনি ৩ স্টার এসি (3 Star AC) কিনতে পারেন।
৩ স্টার এসি ও ৫ স্টার এসি ছাড়াও আর একরকমের এসি এখন বাজারে দেখা যাচ্ছে। সেটি হলো স্মার্ট এসি (Smart AC), যেটি সাধারণ এসির মতোই। তবে এই ধরনের এসিগুলিতে কিছু স্মার্ট ফিচার্স থাকে, যা আপনি সাধারণ এসিতে পাবেন না। স্মার্ট AC-তে থাকে WiFi কানেক্টিভিটি, যা আপনি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। স্মার্ট এসি আপনার কাজ এতটাই সহজ করে দেয় যে, স্মার্টফোনের সাহায্যে আপনি দূরবর্তী স্থান থেকেও আপনি আপনার এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। মোড পরিবর্তন করা থেকে AC অন/অফ আপনি সবই স্মার্টফোনের সাহায্যে করে নিতে পারবেন। যদিও এই স্মার্ট এসির থেকে ৩ বা ৫ তারা যুক্ত এসিকেই বেশি ভালো বলে দাবি করছেন বিশেষজ্ঞ মহল।