নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রায় ১ কোটি মানুষ প্রতিদিন ট্রেনের উপর ভর করে যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর এই বিপুলসংখ্যক মানুষের নির্ভরশীলতার কারণে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে যাত্রীদের বিভিন্ন নিয়ম রয়েছে যেগুলি মেনে চলতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো টিকিট থাকা বাধ্যতামূলক।
ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে যেমন টিকিট থাকা বাধ্যতামূলক, ঠিক সেই রকমই ট্রেনে ভ্রমণ না করলেও প্ল্যাটফর্ম পর্যন্ত যদি কোন ব্যক্তি যান তারও টিকিট থাকা বাধ্যতামূলক। এই টিকিটকে বলা হয় প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket)। প্ল্যাটফর্ম টিকিটের দাম তুলনামূলক কম হয়ে থাকে। তবে বহু মানুষকে দেখা যায় লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে যান। কিন্তু এবার লাইনে না দাঁড়িয়েই আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন একটি সহজ পদ্ধতিতে।
লাইনে না দাঁড়িয়ে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য যাত্রীদের কাছে থাকতে হবে UTS অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে সহজেই প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে। UTS অ্যাপের মাধ্যমে এমন সহজ পদ্ধতিতে প্ল্যাটফর্ম টিকিট কাটার যে উপায় রয়েছে, তা অনেকেই জানেন না। আর এই ছোট্ট বিষয়টি না জানার কারণে অধিকাংশকেই দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্লাটফর্ম টিকিট কাটতে।
লাইনে দাঁড়িয়ে প্লাটফর্ম টিকিট কাটার ঝামেলা দূরে সরিয়ে সহজেই UTS অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য নিজেদের স্মার্টফোনে UTS একটি রাখতে হবে এবং তাতে রেজিস্টার্ড থাকতে হবে। এরপর যখনই এই অ্যাপ খোলা হবে তখনই দেখা যাবে হোমপেজেই রয়েছে প্লাটফর্ম টিকিট কাটার অপশন। সেখানে ক্লিক করে প্রথমেই আপনাকে বেছে নিতে হবে পেপার লেস অথবা পেপার টিকিটের যেকোনো একটি অপশন।
এরপর দিতে হবে স্টেশনের নাম এবং কত জনের জন্য আপনি প্ল্যাটফর্ম টিকিট বুক করছেন সেই সংখ্যা। পেমেন্ট অপশনের জন্য আপনি RWALLET অথবা UPI, DEBIT CARD, CREDIT CARD, NET BANKING যেকোনো একটি বেছে নিতে পারেন। এরপর বুক টিকিট অপশনে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় প্ল্যাটফর্ম টিকিট অনায়াসে পেয়ে যেতে পারেন।