Viral Video: কী কাণ্ড! পুরাতন বোতলে স্টেশনের কলের জল ভরে চলছে দেদার ব্যবসা

Prosun Kanti Das

Published on:

New seal cap is placed on the old bottle and filled with railway station water: এই অসহ্য গরমে ট্রেনে বাসে যারা যাতায়াত করে, তারা বেশিরভাগ সময় বাইরের থেকে জল কিনে খায়। তবে এই সিল করা বোতল আদৌ কি বিশুদ্ধ? এই প্রশ্ন বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু কোন সঠিক উত্তর মেলেনি এই প্রশ্নের। বাইরে যাতায়াত করলে যারা জল বিক্রি করে তাদের শরণাপন্ন হতেই হয়। কিন্তু তাদের বিক্রি করা জল কতটা শরীরের পক্ষে উপকারী সেটাই এখন প্রশ্নের মুখে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) হয়েছে। একটি রেলস্টেশনে দেখা গেছে একটি ছেলে পুরনো ব্যবহার করা বোতলে রেলস্টেশনের জল ভরছে। এক অদ্ভুত কৌশলে বোতলগুলোকে সিল করছে ছেলেটি। ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।

এই ভিডিওটি এইদেশের কোনো রেলস্টেশনের। যেখানে রেলস্টেশনের ট্যাপ কলগুলো থাকে সেখান থেকেই ছেলেটি খালি পুরনো বোতলে জল ভরছে। সাধারণত নতুন সিল করা বোতলগুলোতে যে ধরনের সিলক্যাপ থাকে, ছেলেটি সেরকমই সিলক্যাপ এক এক করে বোতলগুলোতে বসাচ্ছে। এই ধরনের ভিডিও (Viral Video) রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। যেই জল রোজ খাওয়া হয় তা আদৌ কতটা শরীরের পক্ষে উপকারী সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

এই ভিডিওটি (Viral Video) ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমরজিত সিং নামের এক ব্যক্তি। এই ভয়ংকর ভিডিওটি দেখেছেন বহু মানুষ। লাইক ও কমেন্টের ঝড় বয়ে গেছে রীতিমত। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, সবার দেখা উচিত কিভাবে পুরনো বোতলগুলোতে জল ভরে নতুনভাবে সিল করা হচ্ছে। এই ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

ভিডিওটি দেখার পর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। এই ভাইরাল (Viral Video) ভিডিওটি মানুষকে আরো বেশি সতর্ক করে তুলবে বাইরে থেকে কেনা জল খেতে। কিন্তু এই তীব্র তাপপ্রবাহে বাইরে বেরোলে কি করবে মানুষ? সবার পক্ষে জল বহন করা সম্ভব হয় না, তাই অনেকেই জল কিনে খেতে বাধ্য হয়।

কেউ বলেছেন, টাকা দিয়ে কেন এরকম নোংরা জল কিনে খেতে হবে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অপর আরেকজন মন্তব্য করেছেন যে, এই কারণেই বাসে ট্রেনে কখনোই কেনা জল খাওয়া উচিত নয়। তৃতীয় আরেকজন ব্যক্তি আবার অন্যরকম মন্তব্য করেছেন, তিনি প্রথমেই ক্ষমা চেয়েছেন এবং বলেছেন সম্ভবত পেটের দায়ে ছেলেটি এরকম জঘন্য কাজ করতে বাধ্য হয়েছে। এরকম আরো এক ব্যক্তি বলেছেন যে, আসলে ছেলেটি খুবই গরীব তাই এই ভিডিওটি অবশ্যই ডিলিট করা উচিত।