টেট না পাশ করেই শিক্ষিকা! অনুব্রত কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ বিচারপতির

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে অভিযুক্ত থাকার অভিযোগে এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে আগেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগের ফাঁড়া কাটতে না কাটতেই নতুন ফাঁড়া এসে হাজির। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছয়জনের বিরুদ্ধে টেট পরীক্ষায় পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ উঠল।

Advertisements

টেট পাশ না করে যে ছয়জনের বিরুদ্ধে চাকরিতে নিয়োগ হওয়ার অভিযোগ উঠেছে তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য চাকুরীজীবী হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। আগামী বৃহস্পতিবার এই অনুব্রত মণ্ডলের নিয়ে সুকন্যা মণ্ডল সহ ছয় জনকে টেট সার্টিফিকেট এবং চাকরির নিয়োগ পত্র নিয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

যে ছয়জনের বিরুদ্ধে এমন ভাবে চাকরিতে নিযুক্ত হওয়ার অভিযোগ উঠেছে তারা হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল (যদিও তিনি দাবি করেছেন, এই খবর ভুল এবং তিনি টেট পাশ করেছেন। পাশাপাশি তিনি বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।), ভাইপো সাত্যকী মণ্ডল, নেতার পিএ অর্ক দত্ত, কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদি। বুধবার এক মামলাকারীর আবেদনের ভিত্তিতে এদের কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

বিষয়টি নিয়ে মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম জানান, “মামলাকারী জানতে পেরেছেন সুকন্যা মণ্ডল টেট ফেল করেও চাকরি পেয়েছেন। সুকন্যা মণ্ডল ছাড়া আরও পাঁচ জনও টেটে পাশ করেন নি। কিন্তু চাকরি করছেন। শুধু তাই নয়, এই সুকন্যা মণ্ডল স্কুল পর্যন্ত করতেন না। এতদিন ধরে বেতন পাচ্ছেন। কখনও তিনি বলতেন চাকরি করেন না, আবার কখনও বলতেন চাকরি করেন। কিন্তু কোনওদিন স্কুল যান নি।”

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৬ জনকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় আগামীকাল বিকেল তিনটের সময় শুনানি হবে। হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে হাজীরা না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের হাইকোর্টে হাজির থাকার বিষয়টি বীরভূম জেলা পুলিশ সুপারকে নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

Advertisements