নিজস্ব প্রতিবেদন : সংযুক্ত মোর্চার বামফ্রন্টের তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বীরভূম সহ রাজ্যের অন্যান্য প্রতিটি জেলার বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলো বুধবার। এই প্রার্থী তালিকা অনুযায়ী এবছর বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের প্রার্থীরা। বাকি চারটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস এবং আইএসএফ প্রার্থীরা। চলুন দেখে নেওয়া যাক কোন বিধানসভা কেন্দ্রে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
বীরভূমের ৭ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীদের নাম
নলহাটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি।
রামপুরহাট বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএমের সঞ্জীব বর্মন।
দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লকের বিজয় বাগদি।
সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএমের মৌসুমী কোনাই।
বোলপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরএসপি’র তপন হোড়।
লাভপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবেন সিপিআইএমের সৈয়দ মাহফুজুল করিম।
নানুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করবেন সিপিআইএমের শ্যামলী প্রধান।
বীরভূমে বাকি যে চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলির মধ্যে হাঁসন বিধানসভা কেন্দ্র, মুরারই বিধানসভা কেন্দ্র এবং সিউড়ি বিধানসভা কেন্দ্র মিলে তিনটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ মনোনীত প্রার্থী। যদিও এই সকল বিধানসভা কেন্দ্রগুলির জন্য কংগ্রেস এবং আইএসএফ এখনো প্রার্থী ঘোষণা করেনি।