Colour Changing Car: গিরগিটিকেও হার মানাবে আম্বানির গাড়ি! তখনই সবুজ, তখনই বেগুনি! ভাইরাল হল ভিডিও

Prosun Kanti Das

Published on:

Mukesh Ambani’s car was seen changing colour in the blink of an eye on the road: মুকেশ আম্বানি হলো দেশ তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের। তাকে চেনে না এমন মানুষ মনে হয় ভূ ভারতে নেই। তার মোট সম্পত্তির পরিমাণ অবাক করার মতো, তিনি খুব সহজেই বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের সাথে টক্কর দিতে পারেন। তাঁর রাজকীয় এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে পৃথিবীর সমস্ত মানুষেরই কৌতুহল আছে। আম্বানি কিন্তু তাঁর বিলাসবহুল গাড়ি এবং বাড়ির জন্য বরাবর থাকে খবরের শিরোনামে। সেই রেশ বজায় রেখেই এবার নতুন করে একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। যেখানে আম্বানির গাড়ির রঙ চোখের পলকেই পরিবর্তন হতে দেখা গেল (Colour Changing Car)।

হয়তো ভাবছেন বিষয়টি একেবারেই মিথ্যা তা কিন্তু নয়, আসলে পুরো বিষয়টি ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিও ভাইরাল হবার পর থেকে আম্বানির ওই বিলাসবহুল গাড়ির সম্পর্কে (Colour Changing Car) মানুষের উৎসুক বেড়েই চলেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রথমেই জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে।

এই ভারতীয় ধনকুবের ২০২১ সালে প্রথম কেনেন একটি Bentley Bentayga SUV গাড়ি (Colour Changing Car)। সেই গাড়িটি তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নামে রেজিস্টার্ড রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এই গাড়িটি দেশের সবথেকে ব্যয়বহুল এবং বিলাসবহুল SUV হিসেবে পরিচিত। আম্বানির এই দামি গাড়িটিরই একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে গাড়িটির রঙ চলন্ত অবস্থাতেই সবুজ থেকে পরপর বেগুনি হয়ে যাচ্ছে। পাশাপাশি, আম্বানির কনভয়ে আরও একাধিক গাড়িকেও দেখা গিয়েছে ভিডিওটিতে।

আরও পড়ুন 👉 মাথায় হাত আম্বানির! কেন্দ্রের নতুন সিদ্ধান্ত ইন্টারনেট ব্যবসায় দরজা খুলে দিল এলন মাস্ককে

আপনি জেনে রাখুন যে, Bentley Bentayga গাড়িটি বেশি জনপ্রিয় তার দুর্দান্ত ফিচার্স এবং প্রযুক্তির জন্য। ভারতীয় বাজারে এই গাড়ির (Colour Changing Car) দাম হলো ৫ কোটি থেকে ৬.৭৫ কোটি টাকার মধ্যে। কেনো গাড়িটির ক্ষেত্রে রঙ বদলের ঘটনা ঘটে? আসল বিষয়টি খোলসা করে হলো এই প্রতিবেদনে। যেটি হল একটি অনবদ্য পেইন্ট স্কিম। গাড়িটিতে এমন একটি পেইন্ট করা হয়েছে যার জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে ভিন্ন রঙ মনে হয়। এমতাবস্থায়, গাড়িটি যখন সামনে থেকে আসে আপনার মনে হবে সবুজ রঙের দেখায় এবং গাড়িটি যখন অ্যাঙ্গেল পরিবর্তন করে তখন সেটাকে পাশ থেকে বেগুনি রং দেখায়। আম্বানির এই বিলাসবহুল SUV-তে ২ টি পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। যার একটি ভেরিয়েন্টে ৩,৯৯৩ সিসির পেট্রোল ইঞ্জিন থাকে এবং অন্য ভেরিয়েন্টে ৩,৯৫৬ সিসির পেট্রোল ইঞ্জিন রয়েছে।

এছাড়াও Bentley Bentayga-তে রয়েছে ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। যার জন্য এর ভেরিয়েন্ট এবং ফুয়েল টাইপের ওপর নির্ভর করে এই গাড়ির মাইলেজ পাওয়া যায় প্রায় ৮.৬ কিমি প্রতি লিটার। পাশাপাশি গাড়িটির মধ্যে আছে ফোর সিটার এবং ৮ টি সিলিন্ডার। এর দৈর্ঘ্য হল ৫,১২৫ মিমি এবং প্রস্থ ২,২২২ মিমি। আর গাড়িটির হুইলবেস হল ২,৯৯৫ মিমির ও সাথে আছে ৮৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এই বিলাসবহুল গাড়ির টপ স্পিড হল প্রতি ঘন্টায় ৮৫০ কিলোমিটার। ভারতীয় বাজারে Bentayga পাওয়া যায় ৫টি ভেরিয়েন্টে। যেটির বেস মডেল হল V8 এবং টপ মডেলটি হল Bentley Bentayga EWB Azure ফার্স্ট এডিশন।