Ashish Vidyarthi is successful everywhere in Bollywood-Hollywood: জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন আশীষ বিদ্যার্থী তাও আবার ৬০ বছর বয়সে। জামাইষষ্ঠীর মতো শুভদিনে দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন এই জনপ্রিয় অভিনেতা। জীবনে সফল ক্যারিয়ারের (Career of Ashish Vidyarthi) পাশাপাশি ব্যক্তিগত জীবনেও যথেষ্ট রঙিন তিনি। জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেন অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে। বর্তমানে তিনি কলকাতার নামিদামি এক ফ্যাশন হাউসে কর্মরতা।
আশীষ বিদ্যার্থী দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন ১৯৬২ সালের ১৯ শে জুন। আশীষ বিদ্যার্থীর বাবা ছিলেন কেরালার এবং মা রাজস্থানের। তিনি বরাবরই অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। এমনকি ১৯৯০ সাল পর্যন্ত আশীষ বিদ্যার্থী যুক্ত ছিলেন থিয়েটার জগতের সাথে। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের সফল ক্যারিয়ার (Career of Ashish Vidyarthi) প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
আশীষ বিদ্যার্থী ১৯৯২ সালে চলে এসেছিলেন স্বপ্নের নগরী মুম্বাইতে। বলিউডের বিভিন্ন হিট সিনেমাতে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। তার জীবনে অভিনয় শুরু হয় প্রথম ১৯৯৩ সালে। ভিপি মেননের “সর্দার” ছবিতে তার প্রথম অভিনয়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম হলো “দ্রোহকাল”। এই সিনেমাটির জন্য জাতীয় পুরস্কার লাভ করেন আশীষ বিদ্যার্থী।
আশীষ বিদ্যার্থী মূলত নেতিবাচক চরিত্রে বেশি অভিনয় করেছেন। কিন্তু তার প্রত্যেকটি চরিত্র ও অভিনয় দর্শকদের আকর্ষণ করেছে বরাবর। তার অভিনয় ক্যারিয়ারে (Career of Ashish Vidyarthi) ৩০০ টিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ১১ টি ভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা।
এই প্রতিভাবান অভিনেতা শুধুমাত্র বলিউডেই নয়, বিভিন্ন রকম আঞ্চলিক ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন।তার প্রতিভা পাড়ি দিয়েছে সুদূর হলিউডেও। আশীষ বিদ্যার্থী ২০০০ সালে “নাইটফল” নামে একটি মুভিতে অভিনয় করেছিলেন। সিনেমাটি ছিল আসলে একটি সাইন্স ফিকশন মুভি। আশীষ বিদ্যার্থীর প্রথম স্ত্রীর নাম রাজোশি বড়ুয়া, তিনি আসলে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। তবে তাদের প্রথম বিয়ে সফল হয়নি। এই দম্পতি ২৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।