প্রসূন কান্তি দাস: লাগবে না এটিএম কার্ড, এবার মোবাইলে ‘ওকে’ করেই এটিএম থেকে তোলা যাবে নগদ টাকা। এখন ব্যাংক থেকে টাকা তোলা আরো সহজ। লাগবে না এটিএম কার্ডটিও (Cardless ATM)। শুধু আপনার মুঠো কোনটি আপনার হাতে থাকলেই হবে। অনেকেই মনে করেন মুঠোফোন হাতে থাকলে জগৎটাকেই হাতের মুঠোয় রাখা যায়। কথাটা সার্বিকভাবে সত্য না হলেও, কিছু ক্ষেত্রে বাস্তব বলেই মনে হয়। ব্যাংকের ভিড় ভাট্টা এড়ানোর জন্য গ্রাহকদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এটিএম মেশিন। কার্ড সোয়াইপ করে পিন নাম্বার বসালেই বেরিয়ে আসে টাকা। কিন্তু কার্ড বহন করার কথা মনে থাকে না অনেকেরই। ডিজিটাল ইন্ডিয়ার যুগে ক্যাশ টাকা না রাখার এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য চলে এসেছে কার্ডলেস এটিএম (Cardless ATM) পরিষেবা। একটি নির্দিষ্ট ইউপিআই অ্যাপ ডাউনলোড করে নিলেই অনায়াসে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
সম্প্রতি মাই স্মার্ট প্রাইসের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ইউপিআই অ্যাপের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলার পদ্ধতিকে স্বীকৃতি জানিয়েছে এনপিসিআই। হাতে খুব বেশি ক্যাশ রাখার চলত অনেক দিন আগেই উঠে গেছে। এবার এটিএম বা ডেবিট কার্ড সাথে নিয়ে ঘুরতে হবে না কোন গ্রাহককে। খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র হাতের মুঠোফোনটিকে ব্যবহার করে ব্যাংক থেকে তুলে নেওয়া যাবে টাকা। বিশেষ করে নির্দিষ্ট ব্যাংকটির বদলে অন্য কোন ব্যাংক থেকে টাকা তুলতে গেলেও এই প্রক্রিয়া সব থেকে বেশি সাহায্য করবে গ্রাহককে। মুম্বাইয়ে এটিএম কার্ডের পরিবর্তে ইউপিআই অ্যাপের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলার প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখা হয়েছিল। প্রথমদিকে বিষয়টি বেশ জটিলতার মধ্য দিয়েই যাচ্ছিল এটিএম কার্ড ছাড়া (Cardless ATM) টাকা তুলতে সমস্যায় পড়ছিলেন গ্রাহকরা। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এটিএম কার্ড ছাড়াই এখন টাকা তোলা যাবে যে কোন ব্যাংক থেকে।
বিষয়টিকে ট্রায়াল দিয়ে দেখার জন্য বেশ কিছুটা সময় নষ্ট করতে হয়েছে। কিন্তু শেষমেষ পাওয়া গেছে সুফল। এটিএম কার্ড অথবা ডেবিট কার্ড ছাড়াই (Cardless ATM) ব্যাংকের যে কোন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক। বেশ কয়েকবার চেকিং হওয়ার পরে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেছে। এই অ্যাপটি ব্যবহার করবেন কিভাবে? চলুন, এই অ্যাপটিকে ব্যবহার করার খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে রাখা যাক। এই অ্যাপটির ব্যবহার পদ্ধতি বর্তমান যুগে প্রত্যেকটি গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলেরই জেনে রাখা উচিত সম্পূর্ণ বিষয়টি।
আরও পড়ুন ?ভারতের সবচেয়ে কম বয়সী IAS স্মিতা উচ্চমাধ্যমিকে কত পেয়েছিলেন? ভাইরাল মার্কশিট
এটিএম থেকে টাকা তোলার সময় গ্রাহকদেরকে ইউপিআই ক্যাশ উইথড্রল অপশনটিকে বেছে নিতে হবে। এরপর লিখতে হবে আপনি কত টাকা উইথড্র করতে চান? এরপরই এটিএম মেশিনের স্ক্রিনে ভেসে উঠবে একটি কিউব সে কিউ আর কোডটিকে স্ক্যান করে ক্যাশ তুলে নেওয়া যাবে এটিএম মেশিন থেকে। কিউআর কোডটি স্ক্যান করার জন্য আপনারা যে কোন একটি ইউপিআই অ্যাপের স্ক্যানার ব্যবহার করতে পারেন। এরপর সেই ইউপিআই অ্যাপ থেকেই করা যাবে যাবতীয় ট্রানজেকশন। পিন কোড হিসেবে ব্যবহার করতে হবে ইউপিআই অ্যাপটির জন্য নির্দিষ্ট পিন কোডটিকে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে অর্থাৎ এটিএম মেশিনে গিয়ে নির্দিষ্ট অপশন বাছা থেকে এটিএম মেশিন থেকে ক্যাশ বেরোনো পর্যন্ত সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড।
কার্ডলেস এটিএম (Cardless ATM) পদ্ধতিটি অত্যন্ত উপকারী হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে এটিএম থেকে টাকা তুললে কোনরকম কার্ড আলাদাভাবে বহন করে নিয়ে যাবার কোন প্রয়োজন নেই। আপনি যেকোনো সময়, যে কোন এটিএম থেকে টাকা তুলতে পারবেন। শুধুমাত্র আপনার ফোনের সাহায্যেই ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেমন ইউপিআই এর মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা যায়। বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রেই টাকা তোলার সর্বোচ্চ সীমাটি নির্দিষ্ট। তবে ব্যাংক ভেদে টাকা তোলার নির্দিষ্ট সীমারও পরিবর্তন হতে পারে। এটিএম ব্যবহার না করা সব থেকে বড় সুবিধা ভোগ করতে পারেন নতুন গ্রাহকরা। কোন ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার পর এটিএম বা ডেবিট কার্ড রাস্তায় কিছুদিন সময় লাগে। এই পরিস্থিতিতে অনায়াসে যেকোনো ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।