মাছের দোকান সামলাচ্ছে বিড়াল, এদিক-ওদিক হয় না একপিসও, ভিডিও না দেখলে মিস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিড়ালের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাছ। এই পছন্দের খাবার নিজের মুখে দেওয়ার জন্য বিড়ালকে হামেশাই মাছ চুরি করতে দেখা যায়। তবে সব বিড়াল তো আর একরকম হয় না। সেই রকমই একটি ব্যতিক্রমী বিড়ালের দেখা মিলল পশ্চিম বর্ধমানে।

Advertisements

পশ্চিম বর্ধমানে যে বিড়ালটির দেখা মিলেছে সে একেবারেই নির্লোভ। মাছের প্রতি তার টান থাকলেও সে কিন্তু মাছ চুরি করে খায় না। মাছ চুরি করে খাওয়া তো দূরের কথা, উপরন্তু মাছের দোকান একাই তাকে সামলাতে দেখা যায়। এই বিড়ালটির এহেন স্বভাবের কারণে সে ওই বাজারের দোকানদার থেকে খরিদ্দার সবার প্রিয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

বিড়ালের এমন মাছ আগলানোর দৃশ্য দুর্গাপুরের বেনাচিতি মাছের বাজারে গেলেই দেখা যাবে। বিড়ালে মাছ আগলাচ্ছে এমনটা যাদের কাছে বিশ্বাস হওয়ার মতো নয় তারা একবার এই বাজারে হানা দিতে পারেন কেবলমাত্র নির্লোভ এই বিড়ালটিকে দেখার জন্য। বিড়ালের স্বভাব নিয়ে অনেকেই তাকে ব্যঙ্গাত্মক ভাষায় বলে থাকেন ভন্ড তপস্বী। তবে বেনাচিতির মাছ বাজারের এই বিড়াল মিনি কিন্তু তা নয়।

Advertisements

দুর্গাপুরের বেনাচিতি মাছ বাজারে এমন অদ্ভুত দৃশ্য প্রতিদিনের। প্রায় এক বছরের বেশি সময় ধরে ওই বিড়ালটিকে এইভাবেই বাজারে প্রতিদিন আসতে দেখা যায় এবং এক একটি মাছের দোকানের সামনে বসে থাকে। এমনকি দোকানের মালিক যদি সেখানে না থাকেন তাহলেও সে একটি মাছেও আঁচড় দেয় না। বরং বসে বসে মাছ আগলাতে থাকে। পরিবর্তে ওই দোকানের মালিক মাছের আঁশ, কাটা ইত্যাদি বিড়ালটিকে দিয়ে থাকে।

বেনাচিতির মাছ বাজারের ওই বিড়ালটির এমন স্বভাবের জন্য দোকানদার থেকে শুরু করে খরিদ্দার সবাই তার প্রশংসা করে থাকেন। স্থানীয় দোকানদারদের থেকে জানা গিয়েছে, ছোট থেকেই বিড়ালটি এই ভাবেই মানুষ হয়েছে এবং সে বড় হয়ে গেলেও তার স্বভাবে কোন পরিবর্তন ঘটায় নি। যেখানে অন্যান্য বিড়ালদের মাছ চুরি করে খেতে দেখা যায় সেখানে এই বিড়ালটিকে মাছ আগলাতে দেখা যায় বসে বসে।

Advertisements