GST-তে সুখবর, দেরিতে জমা করলেও জরিমানায় ছাড় ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সময় লকডাউনের কারণে দেশের আর্থিক অবস্থা রীতিমতো খারাপ। এই দুর্দিনে ব্যবসায়ীদের তাই কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে জিএসটি কাউন্সিল। শুক্রবার কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এরপর থেকে দেরিতে কর জমা দিলেও জরিমানা এবং সুদের হার কমই থাকবে। রাজ্যগুলি পরামর্শ মেনে তারা এখনি কর বৃদ্ধি করছে না কেন্দ্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিনের বৈঠক শেষে বলেন, “জিএসটি সংগ্রহ প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়ে গেছে। এর ফলে রাজ্যগুলির ক্ষতিপূরণের সমস্যাটি আরও বেড়ে গেছে। রাজ্যগুলির দাবি ছিল তারা বাজারে ঋণের মাধ্যমে টাকা তুলতে পারে। এই সমস্যাটি নিয়ে বিশেষভাবে আলোচনা করতে কাউন্সিল আবার জুলাইয়ে বৈঠক করবে।”

অর্থমন্ত্রী এই প্রসঙ্গে আরও জানান, “যাদের কোন করের দায় নেই, তারা যদি গত ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত জিএসটি ফাইল না করেন তাহলে কোন আর্থিক জরিমানা করা হবে না।”

যেসকল ব্যবসায়ীদের মাথায় করের দায় রয়েছে অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে যারা জিএসটি দিতে পারেননি তাদের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে এই টাকার পরিমাণ ৫০০ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই থেকে এধরনের সংস্থাগুলির ক্ষেত্রে জরিমানা নেওয়া হতো ১ হাজার টাকা।

এই বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে মাস অবধি পাঁচ কোটি টাকা পর্যন্ত লেনদেনে যে সকল ছোট করদাতা রির্টান দাখিল করেননি তাদের ক্ষেত্রে সুদের পরিমাণ ১৮% ছিল‌। এই সুদের পরিমাণ সম্প্রতি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। এই সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হয়েছে। এই সকল করদাতা যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর দাখিল করতে পারেন তাহলে তাদের জরিমানা মুকুব করা হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এপ্রসঙ্গে জানান “মে, জুন ও জুলাই মাসের রিটার্ন যদি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা করা হয় তাহলে লেট ফি এবং সুদ সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হবে।” এই খবরগুলি ব্যবসায়ীদের জন্য সত্যিই অত্যন্ত সুখবর। এর ফলে এই দুর্দিনের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা করতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।