৪.৩৯ রেশন কার্ড বাতিল করে দিল কেন্দ্র সরকার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো। নানান ধরনের জালিয়াতি রুখতে কেন্দ্র সরকার দেশের ৪.৯ কোটি রেশন কার্ড বাতিল করে দিয়েছে। আর এই বিপুল সংখ্যক রেশন কার্ড বাতিল করার পিছনে বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

নকল কার্ড দিয়ে রেশন তোলার প্রবণতা বহু অসৎ ব্যক্তি এবং অসৎ ব্যবসায়ী রয়েছে দীর্ঘদিন ধরে। এই সকল অসৎ পথ অবলম্বনের ফলে সত্যিই যারা রেশনের দাবিদার তারা বঞ্চিত হচ্ছেন। এবার সেই জালিয়াতির রাস্তা বন্ধ করে দিল কেন্দ্র সরকার। পাশাপাশি দীন দরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এই বিপুলসংখ্যক রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। রেশনে জালিয়াতির ক্ষেত্রে বহু সময় লক্ষ্য করা গেছে কোন মানুষ মারা যাওয়ার পরেও তার রেশন কার্ড দিয়ে রেশন তোলা হয়ে থাকে। একই রকমভাবে ঠিকানা পরিবর্তনের পরেও পুরাতন রেশন কার্ড অনেকেই ব্যবহার করে থাকেন রেশন তোলার জন্য। আবার বহু ক্ষেত্রেই অপ্রয়োজনীয় ব্যক্তির হাতে রেশন চলে যাওয়ায় তা খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়। এই সকল অসাধু প্রক্রিয়াকে বন্ধ করার উদ্দেশ্যেই কেন্দ্র সরকারের এহেন পদক্ষেপ।

নকল রেশন কার্ড ধরার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডাটাবেসের ডিজিটাইজেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে, এর পাশাপাশি রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক শুরু হয়েছে।

এই বিপুলসংখ্যক রেশন কার্ড কেন্দ্র বাতিল করেছে দীর্ঘ ৭ বছর ধরে। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে রেশন নিয়ে দুর্নীতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।