কেন্দ্রের ৩ মন্ত্রীর বদল! নতুন কারা পেলেন দায়িত্ব! বাংলার কপাল কী খুলল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক মাস, তারপরেই দেশের মানুষ নামবেন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার কর্মযজ্ঞে। তবে যখন আর কয়েক মাস রয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য ঠিক সেই সময়ই কেন্দ্রের তরফ থেকে তিনজন মন্ত্রীর বদল করে দেওয়া হলো। তিনজন মন্ত্রীকে সরিয়ে সেই সকল মন্ত্রণালয় তুলে দেওয়া হল অন্যদের হাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এমন রদবদলের মধ্যেই বাংলার মানুষদের মধ্যে কৌতূহল, বাংলার কী কেউ কোন মন্ত্রণালয় পেলেন?

যেসব কেন্দ্রীয় মন্ত্রীরা ইস্তাফা দিয়েছেন তারা হলেন নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল এবং রেনুকা প্যাটেল। এই তিনজন মন্ত্রীর ইস্তফা দেওয়ার কারণ হলো, তারা সদ্য সমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করেছেন এবং এই দুটি রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে। তাদের জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সাংসদ পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সামনেই লোকসভা নির্বাচনের আগে এই তিন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার জন্য ইস্তফাপত্র পাঠান। বৃহস্পতিবার তাদের সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মনে করা হচ্ছে কেন্দ্রীয় এই তিন মন্ত্রীকে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। এখন প্রশ্ন হল এই তিন মন্ত্রীর ছেড়ে যাওয়া মন্ত্রণালয় তাদের ঘাড়ে দেওয়া হল?

নরেন্দ্র সিং তোমরের ছেড়ে যাওয়া কৃষি মন্ত্রণালয় অর্জুন মুন্ডার হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও অর্জুন মুন্ডার হাতে থাকছে জনজাতি বিষয়ক মন্ত্রক। অন্যদিকে কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শোভা কারান্দলাজের দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়তি দায়িত্ব হিসেবে তাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এই দায়িত্বে এতদিন ছিলেন প্রহ্লাদ সিং প্যাটেল।

অন্যদিকে একইভাবে দায়িত্ব বেড়েছে রাজিব চন্দ্রশেখরের। তিনি এতদিন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক ও কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাতেন। তাকে এখন জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব এতদিন সামলাতেন প্রহ্লাদ সিং প্যাটেল। এতদিন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাতেন রেনুকা প্যাটেল। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলানোর পাশাপাশি জনজাতি বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ভারতী প্রবীণ পাওয়ার। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বন্টন হল তাতে বাংলার কোন মন্ত্রীর কপালে বাড়তি কোন দায়িত্ব যোগ করা হয়নি।