১.৩০ লাখের মোবাইল ল্যাপটপ একেবারে বিনামূল্যে! সরকারি কর্মচারীদের সুযোগ দিচ্ছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারি কর্মচারীদের (Central Government Employees) পোয়াবারো। কেননা এবার তারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন মোবাইল (Mobile) ল্যাপটপ (Laptop)। আবার সেই মোবাইল ল্যাপটপ ৫-১০ হাজার টাকার নয়, একেবারে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত। স্বাভাবিকভাবেই এত মূল্যবান ডিভাইস বিনামূল্যে পাওয়া সরকারি কর্মচারীদের কাছে একেবারেই আলাদা প্রাপ্তি।

Advertisements

কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে তাদের এই সুবিধা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ফ্যাবলেট, নোটবুক, নোটপ্যাড, আল্ট্রা-বুক, নেটবুক বা এই ধরনের যে সকল ডিভাইস রয়েছে সেই সকল ডিভাইসের ক্ষেত্রে এমন সুযোগ দেওয়া হবে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের কাজের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত এমন ডিভাইস দেওয়ার ঘোষণা করেছে। ডিভাইস দেওয়ার পর অফিসাররা চাইলে চার বছর পর সেই সকল ডিভাইস নিজেদের ব্যক্তিগত কাজে লাগাতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে যেমন সরকারি কাজের জন্য আলাদা করে টাকা খরচ করে ডিভাইস কিনতে হবে না, ঠিক সেই রকমই আবার চার বছর পর সেই ডিভাইস নিজেদের ব্যক্তিগত কাজে লাগানো যাবে। এর ফলে একেবারেই বিনামূল্যে ওই ধরনের ডিভাইস পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ।

Advertisements

এখন প্রশ্ন হল কারা পাবেন এই বহু মূল্যবান মোবাইল অথবা ল্যাপটপ বা এই ধরনের কোন ইলেকট্রনিক্স ডিভাইস বিনামূল্যে পাওয়ার সুযোগ? নির্দেশ অনুসারে, ডেপুটি সেক্রেটারি এবং তার উপরে পদমর্যাদার সমস্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাবেন। আবার সেকশন অফিসার এবং আন্ডার সেক্রেটারিদের ৫০ শতাংশ এমন ডিভাইস পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ডিভাইস কেনা হবে সেগুলি কর বাদে দাম হতে হবে এক লক্ষ টাকা। আবার ৪০ শতাংশের বেশি মেক ইন ইন্ডিয়া কম্পোনেন্ট সহ ডিভাইসগুলির জন্য মূল্যের সর্বোচ্চ সীমা হবে কর বাদ দিয়ে ১.৩ লক্ষ টাকা। এই ধরনের ডিভাইস দেওয়ার পাশাপাশি বলা হয়েছে, একবার এমন ডিভাইস দেওয়া হলে মেরামতি ছাড়া চার বছরের মধ্যে সরকারি টাকায় অন্য কোন ডিভাইস কিনতে পারবেন না ওই অফিসার।

Advertisements