নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক অভিভাবকরাই তাদের সন্তানদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করে থাকেন। তবে স্কুলে ভর্তি (School Admission) করার ক্ষেত্রে অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নিয়ম (School Admission New Rules) মেনে চলতে হয়। কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় সেই সকল নিয়ম সম্পর্কে নির্দেশিকা জারি করা হলেও একাধিকবার তা লঙ্ঘনের ছবি সামনে এসেছে।
কেন্দ্রের তরফ থেকে স্কুলে ভর্তি করার নিয়ম সম্পর্কে বারবার নির্দেশিকা জারি করা হলেও সেই নির্দেশিকা অমান্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার আরও নড়েচড়ে বসল কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি নির্দেশিকা জারি করে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সেই নির্দেশিকার চিঠি দেওয়া হয়েছে।
কেন্দ্র সরকারের এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে পড়ুয়াদের প্রথম শ্রেণীতে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর কোন কোন রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২০ সালে এই জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছিল।
কেন্দ্র সরকার সম্প্রতি যে নির্দেশিকা জারি করেছে সে নির্দেশিকা অনুযায়ী সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে পড়ুয়াদের ভর্তির বয়সের ক্ষেত্রে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, পড়ুয়াদের বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না। কেন্দ্রের তরফ থেকে প্রথম শ্রেণীতে ভর্তি করার ক্ষেত্রে ৬+ কথাটি উল্লেখ করেছে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোন পড়ুয়ার বয়স সাড়ে ৫ বছর বা তার বেশি হয় অথচ ৬ না হয় তাহলেও কিন্তু ভর্তি করা যাবে না।
কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার দেশের প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এই নিয়ম মেনে চলার জন্য বলা হচ্ছে। তবে তার পরেও কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়ম মানা হচ্ছে না। এসবের পরিপ্রেক্ষিতে এবার নিয়ম লঙ্ঘন করা হলে কেন্দ্রের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।