Crops MSP: ধান থেকে ভুট্টা, কার দাম বাড়লো কত টাকা? চাষীদের মুখে হাসি ফোটাতে কেন্দ্রের বড় পদক্ষেপ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Central government has increased minimum support price of crops: গত কয়েক মাস ধরেই ক্ষমতা দখলের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমেছিল নিজ নিজ রাজনৈতিক দল। গত ৪ই জুন প্রকাশ্যে এসেছে তার ফলাফল। প্রথম এবং দ্বিতীয়বারের মতো ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃতীয়বার প্রধানমন্ত্রী পদ দখল করলেন নরেন্দ্র মোদি। কয়েকদিন আগেই গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পদ। শপথ নিয়ে আসন গ্রহণ করার সাথে সাথেই কৃষকদের নিয়ে নয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। চাষীদের আর্থিক সুবিধা দিতে ফসলের দাম (Crops MSP) সম্পর্কে নয়া ঘোষণা নরেন্দ্র মোদির। কি জানালেন তিনি?

Advertisements

প্রসঙ্গত গত বুধবার গঠিত হয় মন্ত্রীসভা বৈঠক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই মন্ত্রিসভার বৈঠকে চলে আলোচনা। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুমোদন দেওয়া হয় মহারাষ্ট্রের ওয়াধাওয়ান বন্দর নির্মাণে। যার জন্য বরাদ্দ হয় ৭৬ হাজার কোটি টাকা। ঠিক এই ঘোষণার পরেই খারিফ মরশুমে ১৪টি খারিফ ফসলের (Crops MSP) অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি ফসলের দাম নিয়েও ঘোষণা করেন।

Advertisements

২০২৪ সালে তৃতীয়বার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই সেই মেয়াদকে গুরুত্ব দিয়েই পথ গঠন হওয়ার সাথে সাথেই কৃষকদের দিকে নজর দেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদি। যার জন্য একটি মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠক শেষ হওয়ার পরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক মাধ্যমে জানান, এই মন্ত্রিসভার বৈঠকে বিশেষ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো কৃষক কল্যাণ। কৃষকদের আর্থিক সুবিধা দিতে ১৪টি খারিফ ফসলের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী। ধানের দাম প্রতি কুইন্টাল পূর্ব বছরের তুলনায় ১১৭ টাকা বাড়িয়ে ২,৩০০ টাকা অনুমোদিত হয়েছে। আর কোন কোন ফসলের এমএসপি বৃদ্ধি অনুমোদিত হয়েছে? দেখে নেওয়া যাক তালিকা।

Advertisements

আরও পড়ুন ? Bhagyalaxmi Yojana Scheme: টাকার অঙ্কে ধারেকাছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! এবার ভাগ্যলক্ষ্মী যোজনা দিচ্ছে লক্ষ লক্ষ টাকা

মুগ:- মুগ ডালের এমএসপি পূর্ব বছরের তুলনায় ১২৪ টাকা বৃদ্ধি করে অনুমোদিত হয়েছে প্রতি কুইন্টাল ৮,৬৮২ টাকা।
ধান:- গত বছরের তুলনায় ২০২৪-এ ১১৭ টাকা বৃদ্ধি করে ধানের এমএসপি অনুমোদিত করা হয়েছে প্রতি কুইন্টাল ২,৩০০ টাকা।
জোয়ার:- চলতি বছরে ১৫১ টাকা বৃদ্ধি করে জোয়ারের এমএসপি হবে প্রতি কুইন্টাল ৩,৩৭১ টাকা।
বাজরা:- গত বছরের তুলনায় ১২৫ টাকা বৃদ্ধি করে বাজরার এমএসপি হবে ২,৬২৫ টাকা।
অড়হড় ডাল:- ২০২৪ সালে অড়হড় ডালের এমএসপি বৃদ্ধি হয়েছে ৫৫০ টাকা। সেই অনুযায়ী পূর্ব বছরের তুলনায় চলতি বছরে প্রতি কুইন্টাল ৭,৫৫০ টাকা এমএসপি হবে অড়হড় ডালের।
ভুট্টা:- গত বছরের তুলনায় ১৩৫ টাকা বৃদ্ধি করে ভুট্টার এমএসপি দাঁড়াবে প্রতি কুইন্টাল ২,২২৫ টাকা।
চিনাবাদাম:- চলতি বছরে ৪০৬ টাকা বৃদ্ধি করে চিনাবাদামের প্রতি কুইন্টাল এমএসপি দাঁড়াবে ৬,৭৮৩ টাকা।
বিউলির ডাল:- প্রতি কুইন্টাল ৭, ৪০০ টাকা এমএসপি হবে বিউলির ডালের। যা পূর্ব বছরের তুলনায় ৪৫০ টাকা বেশি।
তুলো:- চলতি বছরের তুলোর এমএসপি হবে ৭,১২১ টাকা। যা গত বছরের তুলনায় ৫০১ টাকা বেশি।

এছাড়াও আরো বেশ কয়েকটি ফসলের অনুমোদন দিয়েছে (Crops MSP) কেন্দ্রীয় মন্ত্রী। যা আগামী দিনে চাষীদের আর্থিক দিক সবল করবে। পাশাপাশি উজ্জ্বল হাসি ফুটে উঠবে মুখে।

Advertisements