Tobacco products Rules: আরও কড়া হল কেন্দ্র! পানমশলা, গুটখায় এই নিয়ম না মানলে ১ লক্ষ টাকা জরিমানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

The central government has tightened the rules on tobacco products: তামাকজাত পণ্য অর্থাৎ পানমশলা, গুটকা ইত্যাদিকে নিয়ে এর আগেও কড়া ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবারও তিনি কর ব্যবস্থাকে সুনিশ্চিত করতে জারি করলেন কড়া নির্দেশিকা। ১ এপ্রিল ২০২৪ সাল থেকে গুটকা, তামাক, পান মশলা ইত্যাদি দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলি জরিমানার সম্মুখীন হতে পারে। GST কাউন্সিল এর তরফ থেকে রবিবার এই বিষয়ে নতুন তথ্য (Tobacco products Rules) প্রকাশ করা হয়েছে।

Advertisements

জিএসটি কাউন্সিল এর তরফ থেকে দেওয়া পরামর্শ অনুযায়ী বলা হয়েছে চলতি বছর ১ এপ্রিলের আগেই তামাকজাত দ্রব্য উৎপাদনকারী কোম্পানি গুলিকে জিএসটি কর্তৃপক্ষের কাছে তাদের ব্যবহৃত প্যাকিং মেশিন গুলির রেজিস্ট্রেশন করাতে হবে। কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী কোম্পানি যদি সরকারি এই নির্দেশ মেনে GST কর্তৃপক্ষের কাছে প্যাকিং সরঞ্জামের রেজিস্ট্রেশন না করে তবে সেই সংস্থাকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।

Advertisements

জিএসটি কাউন্সিলের সুপারিশ অনুসারে (Tobacco products Rules) গুটকা, তামাক, পান মশলা ইত্যাদি দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রে তাদের ব্যবহৃত মেশিন গুলিই রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত বছরে। রেজিস্ট্রেশন করার পাশাপাশি মেশিন গুলির প্যাকিং ক্ষমতা সহ অন্যান্য বিশদ বিবরণ জানানোর ও নির্দেশ নেওয়া হয়েছিল। এই তথ্য গুলি জিএসটি কাউন্সিলের কাছে লিপিবদ্ধ থাকলে কাউন্সিলের নানা ধরনের সুবিধা হবে। যদিও গত বছর কোনো জরিমানার কথা জানানো না হওয়ায় অনেকেই এই তথ্য কাউন্সিলকে জানায়নি।

Advertisements

আরও পড়ুন ? English of Panta Bhat: পান্তা ভাতকে ইংরেজিতে কী বলে? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না

এ প্রসঙ্গে রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা বলেছেন বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তা প্রত্যেকের পালন করা উচিত। পানমশলা, গুটকার মতো দ্রব্য গুলির প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত মেশিন গুলি রেজিস্ট্রেশন করা অত্যন্ত প্রয়োজনীয়। এর ফলে সরকারের পক্ষে তামাকজাত দ্রব্য উৎপাদনের দিকে নজর রাখা সহজ হবে। তিনি বলেছেন “গত বছর পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, তাদের উপর কোনও জরিমানা আরোপ করা হয়নি। কিন্তু এবার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, রেজিস্ট্রেশনে অন্যথা হলে জরিমানা করা হবে। আপাতত ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই তামাকজাত দ্রব্য ব্যান করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি কাউন্সিল পানমশলা ও গুটকা ব্যবসার কর ফাঁকি আটকাতে রাজ্যের অর্থমন্ত্রীদের একটি প্যানেলের রিপোর্ট অনুমোদন করেছিল। জানা যাচ্ছে বর্তমানে কয়েকটি রাজ্যে পান মশলা, তামাক ইত্যাদিতে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। এর ফলে একদিকে সরকারের কোষাগার পূর্ন হচ্ছে অন্যদিকে তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

Advertisements