PM Vishwakarma Yojana: সত্যি সত্যিই ১৫ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র, কিনতে হবে সেলাই মেশিন, জানুন মিলবে কীভাবে

The central government is giving 15 thousand rupees to buy sewing machines under PM Vishwakarma Yojana: “বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র সরকার” – এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে। যা নিয়ে স্বনির্ভর হতে চাওয়া মহিলাদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। খবরটি পুরোপুরি সত্যি না হলেও আংশিকভাবে সত্য। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি সেলাই মেশিন না দিলেও সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) প্রকল্পের অধীনে এই অর্থ প্রদান করছে কেন্দ্র। শুধু এটুকুই নয় কেন্দ্র সরকার কুড়ি হাজার টাকা অব্দি লোনও দিচ্ছে ব্যবসা শুরু করার জন।

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পিএম বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে, তাই এই প্রকল্পের আওতায় আসার জন্য গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া যারা ইতিমধ্যে সেলাইয়ের কাজ করছেন তারাই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে পূর্বে এই প্রকল্প দ্বারা অর্থ পেয়ে থাকলে তিনি পুনরায় এই যোজনা থেকে টাকা পাবেন না।

পিএম বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) অন্তর্ভুক্ত যে কোন দর্জি এই প্রকল্পের আয়তায় আসতে পারেন। তবে অবশ্যই তাদের বয়স ১৮ বছরের উর্দ্ধে হতে হবে। মহিলা বা পুরুষ উভয়ই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন।

এই প্রকল্পে (PM Vishwakarma Yojana) আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলি নিচে আলোচনা করা হলো।

আরও পড়ুন 👉 Online Apply Process of Citizenship: CAA চালু হতেই নতুন রূপ নিল ওয়েবসাইট, চালু হল অনলাইনে আবেদন পদ্ধতি

  • আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে
  • আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) প্রয়োজন
  • একটি সক্রিয় ফোন নাম্বার প্রয়োজন
  • আবেদনকারীর অবশ্যই একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে

উপরিক্ত নথি প্রদান করে আবেদনকারীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আবেদনের কাজ সম্পন্ন হলে আবেদনকারীকে একটি স্লিপ বা রসিদ দেওয়া হবে। আবেদনকারীকে সেটিকে যত্ন করে নিজেদের কাছে রাখতে হবে। উক্ত রসিদটি পরবর্তীতে প্রয়োজন হবে।

আবেদনের শর্তগুলি ঠিক মতো পূরণ করতে পারলেই আশা করা যায় এই এপ্রিল মাসেই সরাসরি ব্যাংক একাউন্টে সেলাই মেশিন কেনার জন্য টাকা পাঠাবে কেন্দ্র সরকার।