Online Apply Process of Citizenship: CAA চালু হতেই নতুন রূপ নিল ওয়েবসাইট, চালু হল অনলাইনে আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চালু করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বা CAA। যে আইনের জন্য একদিকে যেমন বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থীরা তাকিয়ে ছিলেন, ঠিক সেই রকমই আবার অনেকেই রয়েছেন যারা এর বিরোধিতা করেছেন। তবে হাজার বিরোধীতা সত্ত্বেও অবশেষে এই আইন চালু করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে।

নতুন এই আইনের পরিপ্রেক্ষিতে এবার পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সাম্প্রদায়ের মানুষেরা যারা ঐ সকল দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন তারা নাগরিকত্ব পাওয়ার অধিকার পাবেন। এই সকল সম্প্রদায়ের মানুষেরা যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এসেছিলেন তাদের আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে।

অন্যদিকে এদিন এই আইন লাগু হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব পাওয়ার জন্য কেন্দ্র সরকারের যে ওয়েবসাইট রয়েছে তার রূপ পুরোপুরিভাবে বদলে দেওয়া হল। পাশাপাশি অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই নাগরিকত্ব লাভের জন্য আবেদন প্রক্রিয়া চালু করে দেওয়া হল। এক্ষেত্রে যারা অফলাইনে আবেদন করতে চান তাদের ওই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলাপ করতে হবে এবং জেলাশাসক দপ্তরে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন 👉 CAA offline apply process: CAA চালু হতেই ৭ ধরনের ফর্ম প্রকাশ করল কেন্দ্র, দেখে নিন অফলাইন আবেদন পদ্ধতি

এখন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করার পদ্ধতি (Online Apply Process of Citizenship)। অনলাইনে আবেদন করার জন্য https://indiancitizenshiponline.nic.in/ ওয়েবসাইটের হোমপেজেই দেওয়া হয়েছে আবেদন লিঙ্ক। অথবা সরাসরি https://indiancitizenshiponline.nic.in/Login লিংকে ক্লিক করেও আবেদন করা যেতে পারে। আবেদনের সময় দিতে হবে নিজের কাছে থাকা সক্রিয় মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি। দিতে হবে ক্যাপচা কোড।

পরবর্তী পর্যায়ে নিজের নাম এবং ইমেইল আইডি দিয়ে ফের ক্যাপচা কোড দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে একটি OTP পাঠানো হবে। যে ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে। সেখানে যে সকল তথ্য চাওয়া হবে সেগুলি সঠিকভাবে পূরণ করার পর তা সাবমিট করে দিতে হবে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আপনার আবেদন খতিয়ে দেখা হবে এবং তা সঠিক হলে আপনাকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে।