নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েকটা দিন তারপরেই শেষ হয়ে যাবে একটি অর্থবর্ষ। প্রতিবছর মার্চ মাসের ৩১ তারিখ অর্থবর্ষ শেষ হয়। তবে এই বছর প্রতিটি মানুষের কাছেই অর্থবর্ষ বেশ প্রত্যাশার। প্রত্যেক মানুষের পাশাপাশি একটু বাড়তি প্রত্যাশা রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। তাদের প্রত্যাশা বেতন নিয়ে। আর সেই প্রত্যাশা খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) বলেই জানা যাচ্ছে।
চলতি বছর একটি অর্থবর্ষ শেষ হওয়ার পাশাপাশি মার্চ মাসের শুরুতেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে নিজেদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেননা বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বৃদ্ধির জল্পনা চলছে তা মার্চ মাসের শুরুতেই ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার।
প্রতিবছর জানুয়ারি এবং জুলাই মাসে দুই ধাপে কেন্দ্র সরকারের তরফ থেকে DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে। এছাড়াও সাধারণত মার্চ মাসেই DA বৃদ্ধির ঘোষণা করা হয়। এই সকল বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী মনে করা হচ্ছে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির বিষয়ে সুখবর পেয়ে যেতে পারেন। DA বৃদ্ধির এই ঘোষণা করা হয় কনজিউমার প্রাইজ ইনডেক্সের হিসেব অনুযায়ী।
সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে শ্রম দপ্তর মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ডিএ পান। আর এবার কেন্দ্র সরকারের তরফ থেকে আরও ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি করা হতে পারে। কেন্দ্র সরকারের তরফ থেকে যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় তাহলে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০% করে দিয়ে পেতে শুরু করবেন। DA বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাবে এইচআরএ। সুতরাং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব তাড়াতাড়ি লটারি লাগতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে বেতন অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে এইচআরএও বৃদ্ধি পেলে এই বেতন আরও বাড়বে। DA এবং এইচআরএ বৃদ্ধির ঘোষণা যেদিনই হোক না কেন জানুয়ারি মাস থেকেই তার হিসাব শুরু হয়ে যাবে। এছাড়াও বকেয়া ডিএ-র টাকাও দেওয়ার বিষয়ে ঘোষণা হতে পারে। এক্ষেত্রে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ হাজার টাকা বেশি বেতন পেয়ে থাকেন তারা এখন ডিএ পান ২৩ হাজার টাকা। আগামী দিনে ডিএ বৃদ্ধির পর তাদের ডিএ-র পরিমাণ দাঁড়াবে ২৫ হাজার টাকা। অর্থাৎ তারা আরও বাড়তি ২০০০ টাকা ডিএ পাবেন।