LPG E-Kyc: রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে আর চিন্তা নেই, কেন্দ্র জানালো তাদের পরিকল্পনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখন বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে বললেই চলে। কোটি কোটি নাগরিকদের বাড়িতে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি প্রকল্পগুলি প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে এসবের মধ্যেই রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (LPG E-Kyc) নিয়ে রীতিমত চিন্তায় থাকতে হয় নাগরিকদের। এবার এসব নিয়েই কেন্দ্র নতুন পরিকল্পনার বিষয়ে বিবৃতি দিল।

Advertisements

গত কয়েক মাস ধরেই রান্নার গ্যাস কানেকশনের ক্ষেত্রে ই-কেওয়াইসি করাতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই অনেক ধন্দ রয়েছে। অনেকেই মনে করছেন, ই-কেওয়াইসি না করালে হয়তো আর রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। আবার ই-কেওয়াইসি করানোর শেষ দিন কবে তা নিয়েও নানান সংশয় রয়েছে। এসব নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং।

Advertisements

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং যা জানিয়েছেন তাতে রান্নার গ্যাস কানেকশনের ক্ষেত্রে ই-কেওয়াইসি নিয়ে কোন চিন্তা আপাতত নেই। কেননা ই-কেওয়াইসি করার জন্য এখনো পর্যন্ত শেষ কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এই প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি বলেও মনে করা হচ্ছে, কারণ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মূলত বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি বুকিং বন্ধ করতে এবং জাল যে সকল গ্রাহক রয়েছেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? LPG Cylinder Discount: রান্নার গ্যাস সিলিন্ডারে শত শত টাকা সস্তা, এই নির্দিষ্ট সময়ের জন্য সুযোগ দিচ্ছে কেন্দ্র

যে সকল গ্রাহকরা এখনো পর্যন্ত তাদের রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে ই-কেওয়াইসি করেননি তারা নিজেদের সংস্থার অ্যাপ থেকে ই-কেওয়াইসি করে নিতে পারবেন। এছাড়াও নিজেদের যে সকল ডিলার রয়েছেন তাদের কাছে গিয়েও ই-কেওয়াইসি করাতে পারবেন। এর পাশাপাশি যারা বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিয়ে থাকেন তাদের কাছেও জরুরী এই কাজটি সারা যাবে। মোটের উপর কেন্দ্রীয় মন্ত্রী যা জানিয়েছেন তাতে আপাতত ই-কেওয়াইসি করানোর যে দুশ্চিন্তা সাধারণ গ্রাহকদের মাথায় ঘুরছিল তা দূর হলো।

এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রান্নার গ্যাসের দাম নিয়েও চিন্তা দূর করেছেন। মূলত ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ৩০০ টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে বলেই তিনি জানিয়েছেন। ৩০০ টাকা দামে কম পেয়ে থাকেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা। তবে এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও এখন সরকারের তরফ থেকে বিপুল পরিমাণে ভর্তুকি পাচ্ছেন।

Advertisements