Fraud WhatsApp calls: WhatsApp কলে চলছে লোক ঠকানো, এই সকল নম্বর দিয়ে সতর্ক করলো কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

People are being cheated on WhatsApp calls, the center warned with these numbers: প্রতারণার নতুন ফাঁদ। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল (Fraud WhatsApp calls) করে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি। অভিযোগ সাধারণের। অভিযোগ উঠতেই তৎপর কেন্দ্র। সেই নিয়ে সতর্কতা জারি ডিওটির। এই ধরনের কল এলেই অভিযোগ জানানোর নির্দেশ টেলিকমিউনিকেশন বিভাগের। জানানো হয়েছে অভিযোগ জানানোর নির্দেশাবলী। পাশাপাশি জানানো হয়েছে ভুয়ো কল নম্বর।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই সিবিআই আধিকারিকের নাম করে প্রতারণার ফাঁদ পেতেছিল বেশ কিছু প্রতারক। নিজেদের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে গ্রাহকদের নামে বেআইনি জিনিসপত্র এসেছে বলে দাবি করত প্রতারকরা। এরপর একইভাবে প্রতারণার ফাঁদ Whatsapp-এ ভুয়ো কল (Fraud WhatsApp calls) করে। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নম্বর বেআইনি কাজের ব্যবহার করা হচ্ছে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ওপার থেকে। পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি ওপারের ব্যক্তির।

তাই গ্রাহকদের সাবধান করতে নির্দেশিকা টেলিকমিউনিকেশন বিভাগের। মূলত ব্যক্তিগত তথ্য আদায়ের জন্যই এই নয়া ফাঁদ প্রতারকদের। যার মাধ্যমে ব্যক্তিগত টাকা আদায় করবে প্রতারকেরা। যা জানিয়েছে টেলিকম মন্ত্রক। তাদের উক্তি, তাদের সংস্থা তরফে গ্রাহকদের কখনো এই ধরনের ফোন করার জন্য কাউকে নিয়োগ করা হয় না। তাই এ ধরনের ফোন করে কেউ ব্যক্তিগত তথ্য চাইলে না দেওয়ার নির্দেশ যোগাযোগ মন্ত্রক টেলিকমিউনিকেশন বিভাগের। গ্রাহকদের ঠকাতে একের পর এক ফাঁদ প্রতারকদের।

আরও পড়ুন ? WhatsApp Features: WhatsApp স্ট্যাটাসের ফিচারে আসছে বদল! এবার আরো সুবিধা পাবেন ব্যবহারকারীরা

কেন্দ্র তরফে জানানো হয়েছে সেই ভুয়ো নম্বর। মূলত এই বিদেশী নম্বরের মাধ্যমে ফোন করে গ্রাহকদের ভয় দেখাচ্ছে প্রতারকরা। প্রতারকরা যে ভুয়ো নম্বর থেকে Whatsapp কল করছে তার প্রথম নম্বর হলো ৯২। এই নম্বর দিয়েই টেলিকমিউনিকেশনের আধিকারিক সেজে হুঁশিয়ারি দিচ্ছে গ্রাহকদের। অভিযোগ উঠতেই সক্রিয় হয়েছে কেন্দ্র। গ্রাহকদের সতর্কতা করতে প্রকাশ করেছে নির্দেশাবলী। যেখানে জানিয়েছে এই ভুয়ো কল সম্পর্কিত সমস্ত তথ্য।

নির্দেশনায় জানানো হয়েছে, এই ধরনের প্রতারণার (Fraud WhatsApp calls) শিকার হলেই তৎপর যেন অভিযোগ জানায় গ্রাহকরা। কোথায় কিভাবে অভিযোগ জানাবে? এ বিষয়ে কেন্দ্র জানিয়েছে, সঞ্চারসাথীর পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারেন গ্রাহকরা। সেখানে ‘নো ইওর মোবাইল কানেকশনে’ ক্লিক করে মোবাইল পরিষেবার বিষয়ে জানতে পারেন। অপরদিকে হেল্প লাইন নম্বর ১৯৩০-এ সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে ফোন করেও অভিযোগ জানানো যেতে পারে।