ভাবতেও পারবেন না, এতটাই কমছে রান্নার গ্যাসের দাম! জানুন কারা কত কম পাবেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ভারতের প্রায় অধিকাংশ ঘরেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস (Cooking Gas)। কাঠ, কয়লা ইত্যাদির জ্বালানি এবং সেই সকল জ্বালানি থেকে নির্গত হওয়া ধোঁয়া থেকে গৃহস্থালিদের রক্ষা করার জন্য রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দিতে কেন্দ্র প্রকল্পও চালাচ্ছে। তবে সাম্প্রতিককালে যেভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে তা এক প্রকার অসহ্য হয়ে দাঁড়িয়েছে আমজনতার কাছে।

বর্তমানে গৃহস্থালিদের বাড়িতে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে তান বিশেষে ১১০০ টাকা থেকে শুরু করে তার বেশি খরচ করতে হয়। এই টাকা বহু গৃহস্থালির কাছেই অসহ্য। এই নিয়ে অর্থাৎ যাতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয় তার জন্য একাধিক বার আন্দোলন থেকে বিক্ষোভ সবকিছুই হয়েছে। কিন্তু এ যাবৎ ফলাফল সেই শূন্যই থাকতে দেখা গিয়েছে। তবে এবার শেষমেষ নড়েচড়ে বসতে দেখা গেল কেন্দ্রকে।

রান্নার গ্যাসের দাম কমানোর বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। সেই ছাড়পত্র অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দাম কমানোর ঘোষণা করেন। তিনি জানান, ২০০ টাকা করে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কমাচ্ছে সরকার। এই বিষয়ে তিনি টুইটারে জানিয়েছেন, রাখি এবং ওনাম উপলক্ষে কেন্দ্র সরকারের এমন উপহার।

কারা কত টাকা ছাড় পাবেন? ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দেশের প্রতিটি নাগরিক ২০০ টাকা করে ছাড় পাবেন। অন্যদিকে এই ঘোষণা পোয়াবারো সেই সকল গ্রাহকদের যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রয়েছে রান্নার গ্যাস সংযোগ। কারণ তারা পাবেন সিলিন্ডার প্রতি ৪০০ টাকা ছাড়। আগেই ২০০ টাকা করে তাদের ছাড় দেওয়া হতো, আর এবার আরও ২০০ টাকা ছাড় যোগ হচ্ছে।

নতুন ছাড় ঘোষণার পর সাধারণ নাগরিকদের ক্ষেত্রে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৮৭৯ টাকা। আবার কলকাতায় যাদের উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস কানেকশন রয়েছে তারা পাবেন ৬৭৯ টাকায় সিলিন্ডার। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে এই দামে পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে জেলাগুলিতে আরও কিছু টাকা বেশি খরচ করতে হবে।