গাড়ির ফিটনেস এবং রেজিস্ট্রেশন নিয়ে নয়া নিয়ম আনছে কেন্দ্র

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে পরিবহন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সকল পরিকল্পনার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সংশোধন করা হয়েছে ভেহিকেল আইনকে। পথযাত্রী, চালক এবং যাত্রীদের সুরক্ষায় বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে। এসবের মধ্যেই এবার গাড়ির ফিটনেস এবং রেজিস্ট্রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই তাদের এই নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। খসড়া এই বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, গাড়ির গায়েই থাকবে ফিটনেস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনের চিহ্ন। এক্ষেত্রে চারচাকা গাড়ি হোক অথবা মোটরসাইকেল, এমন জায়গায় তা লাগাতে হবে যেন সহজেই দেখা যায়।

চারচাকা গাড়ি হোক অথবা পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এই ফিটনেস সার্টিফিকেট রেজিস্ট্রেশন চিহ্ন থাকবে উইন্ড স্ক্রিনের বাঁদিকে উপরের কোনে। যেমনটা এখন লক্ষ্য করা যায় পলিউশন সার্টিফিকেট করা আছে কিনা, সেই চিহ্ন যে জায়গায় থাকে ঠিক তেমন কোন জায়গায়।

অটোরিকশা, ই-রিকশা, ই-কার্ট এবং কোয়াড্রসাইকেলের ক্ষেত্রেও চারচাকা গাড়ি অথবা পণ্যবাহী যানবাহনের মত উইন্ড স্ক্রিনের বাঁদিকের উপরের কোনে থাকবে এই রেজিস্ট্রেশন এবং ফিটনেস সার্টিফিকেট চিহ্ন। এরিয়াল বোল্ড ফন্টে নীল ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রঙে লিখতে হবে।

তবে মোটরসাইকেলের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন চিহ্ন এবং ফিটনেস সার্টিফিকেট চিহ্ন কোথায় থাকতে হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে এমন জায়গায় লাগাতে হবে যাতে সহজেই দেখা যায়। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, হেডলাইটের উপরে যে অংশ রয়েছে সেরকম কোন জায়গায় রাখতে হবে এই চিহ্ন।