রান্নার গ্যাসের দাম নিয়ে আর চিন্তা করতে হবে না! বড় পরিকল্পনা করছে কেন্দ্র

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বছরের পর বছর ধরে কেন্দ্রের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হল রান্নার গ্যাসের দাম (Cooking Gas)। একসময় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিভিন্ন জায়গার পরিপ্রেক্ষিতে ১২০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে ছিল যে সাধারণ মানুষদের রান্নার গ্যাস ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে এই পরিস্থিতি থেকে দেশবাসীকে উদ্ধার করতে কেন্দ্র সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আগস্ট মাসের শেষের দিকে কেন্দ্র সরকার রান্নার গ্যাস সিলিন্ডারে (LPG) প্রতিটি গ্রাহকদের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আগেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ২০০ টাকা করে ভর্তুকি দিচ্ছিল। পরে আবার উজ্জলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। তারা এই মুহূর্তে মোট ৫০০ টাকা ভর্তুকি পাচ্ছেন।

এই সকল ভর্তুকির পরেও আরও সুখবর আসতে চলেছে দেশের মানুষদের কাছে। আরও সুখবর আসতে চলেছে মূলত রান্নার গ্যাসের দাম নিয়েই। ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এমন জায়গায় আনতে চাইছে যাতে তারা পূর্বের কথা ভুলে যান। একেবারে জলের দরে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

তবে নতুন করে যে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেই ভর্তুকি কারা পাবেন? সেই ভর্তুকি কি দেশের প্রতিটি নাগরিক পাবেন নাকি কেবলমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা? এখন এই বিষয়ে কেবলমাত্র পরিকল্পনা চলছে আর সেই পরিকল্পনা অনুযায়ী যা সামনে আসছে তাতে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকি আরও বৃদ্ধি করা হতে পারে।

এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় নতুন করে ৭০ লক্ষ গ্রাহক যুক্ত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে প্রায় ১০ কোটি এই প্রকল্পের আওতায় থাকা পরিবার একেবারে জলের দরে পেতে পারেন রান্নার গ্যাস সিলিন্ডার। কেননা এমনিতেই তারা এখন ৫০০ টাকা ভর্তুকি পাচ্ছেন আর আগামী দিনে এই ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করা হলে তাতে লাভ-ই লাভ দেখতে পাবেন এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা।