শুধু দেবশ্রী-বাবুল নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হলো হেভিওয়েট ১২ মন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের আগে এই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দেবশ্রী বাবুল সহ ১২ জন পরিচিত কেন্দ্রীয় মন্ত্রী। দলের নির্দেশেই সকলে ইস্তফা দিয়েছেন। এই সকল মন্ত্রীদের ইস্তফা দেওয়ার সাথে সাথে শপথ গ্রহণ করলেন ৪৩ জন নতুন মন্ত্রী।

যারা বাদ গেলেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের দুজন হলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। অন্যদিকে বাকি আরও যে পরিচিত মন্ত্রীরা ইস্তফা দিলেন তাঁরা হলেন ডিভি সদানন্দ গৌরা, রবিশঙ্কর প্রসাদ, থাওয়ারচাঁদ গেহলট, রমেশ পোখরিয়াল নিশঙ্ক, ডঃ হর্ষ বর্ধন, প্রকাশ জাভেদকার, সন্তোষ কুমার গাঙ্গওয়ার, ধোত্রে সঞ্জে শমরাও, রতন লাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গী।

এই সকল মন্ত্রীদের মধ্যে খুবই উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন, কেন্দ্রীয় আইটি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার।

তবে এই সকল পরিচিত এবং উল্লেখযোগ্য মন্ত্রীদের আমলে বিজেপি সরকার বিভিন্ন দিক দিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে। যেমন করোনার প্রকোপ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা হয়েছে দেশজুড়ে। পাশাপাশি সদ্য ডিজিটাল আইন নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। তবে এই সকল মন্ত্রীদের ইস্তফা দেওয়ার পিছনে কি সত্যিই সমালোচনা, নাকি নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই পুরাতনদের মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি এই সকল মন্ত্রীদের সরানোর সাথে সাথে আগামী দিনে তাদের কোন পদে আসীন করা হবে তা নিয়েও জোড় জল্পনা রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কেন্দ্রে দ্বিতীয়বার শাসনে আসার পর ৫২ জন মন্ত্রীকে নিয়ে মোদির মন্ত্রিসভা পথ চলা শুরু করে। এর পর এই প্রথম মোদির মন্ত্রিসভার সম্প্রসারণ হলো। বর্তমানে মোদির মন্ত্রিসভায় ৫২ থেকে বেড়ে সদস্য সংখ্যা দাঁড়ালো ৭৮। তবে মোদির মন্ত্রিসভা বাড়লেও বহু হেভিওয়েট বিজেপি নেতার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।