খুব সহজে যাওয়া যাবে অমরনাথ, পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কেন্দ্রের অভিনব পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন : অমরনাথ যাত্রার শখ অনেকের রয়েছে। তবে দুর্গম পরিস্থিতি এবং আরও একাধিক কারণে সেই শখ তাদের পূরণ হয় না। যদিও বর্তমানে সরকারি বিভিন্ন ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে অমরনাথ যাত্রা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। অমরনাথ যাত্রা যাতে আরও সহজ হয়, যাতে পুণ্যার্থীরা অল্প সময় এবং কম কষ্ট করে পৌঁছাতে পারেন তার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রের এই পদক্ষেপ একেবারেই অভিনব।

পুণ্যার্থীদের কথা মাথায় রেখে অমরনাথের দুর্গম পথ আরও সহজ করার জন্য ২২ কিলোমিটার রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাস্তা বর্ষা হোক অথবা শীত সবসময় ব্যবহার করার উপযোগী করে তোলা হবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে ২২ কিলোমিটার এই রাস্তা তৈরি করা হবে চন্দনওয়াড়ি থেকে সঙ্গমের মধ্যে।

নতুন রাস্তা তৈরি করার জন্য গণেশ টপের তলা দিয়ে ১১ কিলোমিটার টানেল তৈরি করা হবে। এমনকি নতুন এই রাস্তা তৈরি হয়ে যাওয়ার ফলে শ্রীনগর না গিয়ে জম্মু থেকে লাদাখ পৌঁছানো যাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের পরিবহণ, জাতীয় সড়ক মন্ত্রক ন্যাশানাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে এই রাস্তা তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এই রাস্তা তৈরি করার কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে এবং কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের তরফ থেকে পাঁচ বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অমরনাথ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অনন্তনাগে অবস্থিত। পবিত্র এই গুহায় পৌঁছানোর জন্য দীর্ঘ পথ হেঁটে অথবা ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়। লিডার ভ্যালির শেষ প্রান্তে অবস্থিত অমরনাথ গুহা পৌঁছানোর রাস্তা যথেষ্ট দুর্গম।

অমরনাথের পৌঁছানোর জন্য যে দুটি বিকল্প রাস্তা রয়েছে সেই দুটি বিকল্প রাস্তা দিয়ে পৌঁছানো অত্যন্ত কষ্টকর। এই দুটি রাস্তা দিয়ে পৌঁছাতে চারদিন পর্যন্ত সময় লাগে। কারণ পহেলগাম থেকে অমরনাথ রাস্তা অনেক সহজসাধ্য হলেও দূরত্ব অনেক বেশি। অন্যদিকে বাসতাল থেকে অমরনাথের দূরত্ব ১৫ কিলোমিটার, তবে সেই রাস্তা খাঁড়া হওয়ার কারণে খুবই কষ্টকর যাতায়াতের ক্ষেত্রে। জুলাই আগস্টে বর্ষার সময় এই রাস্তা আরও দুর্গম হয়ে ওঠে। দুর্গম এই এলাকায় সারা বছর সংযোগ রাখার জন্যই কেন্দ্রের এমন পরিকল্পনা।