নিজস্ব প্রতিবেদন : নভেম্বর মাসে বিনামূল্যের রেশন নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে জানানো হয়েছে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে রেশন দেবে না কেন্দ্র। আর এই চিঠি ঘিরে জল্পনার সূত্রপাতের পাশাপাশি ফের একবার রেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে।
কিন্তু কেন এমন চিঠি দেওয়া হলো কিন্তু সরকারের তরফ থেকে?
দেশে লকডাউন জারি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করেছিলেন দেশের দুঃস্থ দরিদ্র মানুষদের প্রধানমন্ত্রী গরিব যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার। আর এই প্রকল্পকে দীর্ঘায়িত করে পরে জানানো হয় নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন। তবে বর্তমানে কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য সরকারের তরফ থেকে তথ্য দেওয়া হয়নি। যে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ নভেম্বর মাস পর্যন্ত চললেও রাজ্য সরকার কেন্দ্র থেকে নভেম্বর মাসের রেশন পাবে না।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের মুখ্য সচিবকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, রাজ্য রেশন পাচ্ছে না এই কারণেই যে রাজ্য সরকারের তরফ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য আপলোড করা হয়নি বলে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম উত্তর দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে উত্তর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে অনেকেই এমন সিদ্ধান্তকে রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছেন। অনেকের মতে আগাম সতর্কবার্তা না দিয়েই হঠাৎ করে এমন সিদ্ধান্ত রাজ্যের বাসিন্দাদের অসুবিধার মধ্যে ফেলে দেবে। আবার অনেকেই মনে করছেন যদি এমনটা হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকেও এর জন্য দায়বদ্ধতা নিতে হবে।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমার মেয়াদ শেষ হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে এই রেশন সামগ্রী দেওয়ার সময়সীমা চলবে আগামী বছর জুন মাস পর্যন্ত।