নিজস্ব প্রতিবেদন : ঘড়ির কাটায় তখন ঠিক সকাল ৯ টা। গুরু নানকের জন্মদিনে (Guru Nanak) জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ঘোষণায় জানালেন, বিতর্কিত তিনটি কৃষি আইন (Farmer Law) প্রত্যাহার করা হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কৃষকদের দীর্ঘদিনের লড়াই জয় পেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করার বার্তা দেওয়ার পাশাপাশি আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে অনুরোধ করে জানান, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’ নরেন্দ্র মোদী জানিয়েছেন, আসন্ন সংসদ অধিবেশনেই এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করার আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেখার সময় বলেন, “আমাদের সরকার ছোট কৃষকদের কথা ভেবে, দেশের কথা ভেবে, গ্রাম এবং গরিবদের উন্নতির কথা ভেবে পূর্ণ সততার সঙ্গে এই আইন এনেছিল। কিন্তু এই সহজ কথা আমাদের হাজার চেষ্টার পরও আমরা কিছু কৃষককে বোঝাতে পারিনি।”
এর সঙ্গে সঙ্গে আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, “অল্প সংখ্যক কৃষক এর বিরোধিতা করলেও, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা ওদের বোঝানোর চেষ্টা করেছেন, আমরা ওদের কথা শুনেছি, বোঝার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি। আজ দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, হয়তো আমাদের তপস্যায় কোনও ঘাটতি ছিল। তাই প্রদীপের আলোর মতো এই সত্য কৃষকদের বোঝাতে পারিনি।”
প্রধানমন্ত্রী এদিন সাফ সাফ জানিয়ে দেন, “আমরা কৃষকদের অর্থনৈতিক উন্নতির জন্য পূর্ণ সততার সঙ্গে কাজ করছি। ছোট ছোট কৃষকদের অর্থনৈতিক উন্নতির জন্য এই কৃষি আইন আনা হয়েছিল। দেশের অনেক কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং কৃষি অর্থনীতিবিদরা চেয়েছিলেন এমন আইন আসুক। এর আগেও একাধিকবার এই ধরনের আইন আনার চেষ্টা চালানো হয়েছিল। এবারও এই আইন আনা হয়েছিল সংসদে আলোচনা করেই। দেশের কোটি কোটি কৃষক এই আইনকে স্বাগত জানিয়েছিলেন।”
#WATCH | PM Narendra Modi says, "Whatever I did, I did for farmers. What I'm doing, is for the country. With your blessings, I never left out anything in my hard work. Today I assure you that I'll now work even harder, so that your dreams, nation's dreams can be realised." pic.twitter.com/pTWTEAut4P
— ANI (@ANI) November 19, 2021
আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই তিন কৃষি আইন বাতিল করার ঘোষণা করলেও তিনি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন, কৃষকদের ভালোর জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে এই আইন আনা হয়েছিল। তবে সামান্য কিছু কৃষকদের জন্য কেন্দ্র এবং তার মহান উদ্দেশ্য পূরণ হয়নি।