অবশেষে স্বস্তি, এই পরিমাণ টাকা দিলেই মিলবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘদিন গণপরিবহন সেইভাবে সচল না থাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই লোকসানের সম্মুখীন হয়েছেন। এই লোকসানের সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেক গাড়ি রাস্তায় নামান নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই সকল গাড়ি রাস্তায় নামানো হয়। তবে লক্ষ্য করা যায় এই সকল গাড়ির অধিকাংশতেই ফিটনেস সার্টিফিকেট বা সিএফ ফেল।

ফিটনেস সার্টিফিকেট ফেল থাকা এবং নতুন মোটর ভেহিকেল সংশোধনী আইন অনুযায়ী জরিমানার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এই সকল গাড়ি যাদের ফিটনেস সার্টিফিকেট বর্তমানে ফেল রয়েছে তাদের জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তর নতুন করে সুযোগ দিলো। সেই সুযোগের পরিপ্রেক্ষিতে কম খরচে ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে।

বসে যাওয়া গাড়ি রাস্তায় নামাতে সিএফ-এ এই ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহন দপ্তরের তরফ থেকে ঘোষণা অনুযায়ী, মাত্র ১৫০০ টাকা দিলেই এই ফিটনেস সার্টিফিকেট করিয়ে নেওয়া যাবে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “যে সমস্ত গাড়ির সিএফ ফেল, তাদের তিনমাস সময় দেওয়া হল। তারা এককালীন দেড় হাজার টাকা দিয়ে গাড়ির সিএফ করিয়ে নিতে পারেন। কিন্তু এই সময়ের মধ্যে তাঁরা যদি তা না করেন, তবে ভবিষ্যতে ফের জরিমানা দিয়েই গাড়ির সিএফ করাতে হবে।”

করোনাকালে দীর্ঘদিন গাড়ি বসে থাকার পর ফিটনেস সার্টিফিকেট আনার ক্ষেত্রে বিপুল পরিমাণ জরিমানা দিতে হচ্ছে গাড়ির মালিকদের। কারণ যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী, যেদিন থেকে ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয় সেই দিন থেকেই জরিমানা ধার্য শুরু হয়। প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা ধার্য করা হয়ে থাকে এবং সিএফ ফি বাবদ লাগে ৮৪০ টাকা।

এই নিয়মের কারণে বহু গাড়ির ক্ষেত্রে সিএফ সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা সম্মুখীন হতে হচ্ছে। যে কারণে গাড়ির মালিকরা একপ্রকার অসহায় হয়ে দাঁড়িয়েছেন। এই সকল গাড়ির মালিকদের কথা মাথায় রেখে অবশেষে স্বস্তি দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।