টালির চাল, মাটির বাড়ি, চন্দনা ও পরিচারিকা কলিতাই বিজেপির নজরকাড়া প্রার্থী

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেসকল প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের টিকিটে ময়দানে নেমেছেন তাদের অনেকের বিরুদ্ধেই টাকা দিয়ে টিকিট কেনার মত অভিযোগ উঠে আসছে। আর এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই বিজেপির দুই প্রার্থী নজর কেড়েছে বাংলার আমজনতার। বিজেপির এই দুই প্রার্থী মহিলা প্রার্থী এবং দুজনের কারোর টালির ছাদের নিচে অথবা কারোর খড়ের চালের নিচে বাস। বাড়ি বলতে ওই টুকুই।

কলিতা মাঝি

এমন দুই নজরকাড়া বিজেপি প্রার্থীর মধ্যে প্রথমজন হলেন পূর্ব বর্ধমানের আউসগ্রামের কলিতা মাঝি। আউসগ্রামের গ্রাম্য পরিবেশে খড়ের চাল, মাটির দেওয়াল ঘেরা তিন কুঠুরির ঘরে বসবাস কলিতার। বাড়িতে রয়েছে এক চিলতে উঠান। আর এই প্রার্থীর মধ্যে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। বিজেপির এই প্রার্থীর ঘরে এখনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা অন্যকোন সোশ্যাল প্লাটফর্মের মত প্ল্যাটফর্ম পৌঁছায়নি। জীবন সংগ্রাম পরিস্ফুটিত এই কলিতাকেই এবার বিজেপি আউসগ্রাম বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে।

কলিতার ছোট্ট ওই বাড়িতে এক সাথে বাস স্বামী, স্ত্রী এবং ছেলের। শুধু তাই নয় ওই বাড়িতেই বসবাস করেন দুই দেওর, শ্বশুর এবং শাশুড়ি। পারিবারিক অবস্থা খারাপ থাকার দরুন সংসার চালাতে কলিতা চার চারটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। কলিতার স্বামী সুব্রত মাঝি পেশায় একজন কল মিস্ত্রি। কলিতার ছেলে পার্থর বয়স বর্তমানে ১৪ বছর এবং সে অষ্টম শ্রেণীর ছাত্র। কলিতার বাপের বাড়ি মঙ্গলকোটের কাশেমনগরে। বাপের বাড়ির আর্থিক অবস্থাও ভালো না থাকার দরুন বেশি দূর পড়াশোনা হয়নি।

চন্দনা বাউড়ি

ঠিক একই রকম বিজেপির আরেক প্রার্থী হলেন বাঁকুড়ার শালতোড়ারের প্রার্থী চন্দনা বাউড়ি। তাঁর বাড়ি বড়জোড়া বিধানসভা এলাকায়। চন্দনা বাউরি বেড়ার ঘর আর টালির ছাদের নিচে কোন রকমে দিন গুজরান। অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী তাদের। প্রায় ১০ বছর আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, আর এরপর তাকে সদ্য বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।

[aaroporuntag]
চন্দনার স্বামী হলেন একজন রাজমিস্ত্রি। ঠিকঠাক বাড়ি তো দূরের কথা, শৌচালয় নিয়েও তারা সমস্যায় রয়েছেন। ভাঙাচোরা ওই বাড়িতেই স্বামী, শ্বাশুড়ি এবং সন্তানদের নিয়ে বাস চন্দনার। পাশাপাশি ওই বাড়িতেই থাকে দুটি ছাগল এবং একটি গরু। বিজেপির প্রার্থী হওয়ার পর চন্দনা বাউরি দাবি করেছেন, “বিজেপি সরকার এলে বাড়িঘর এবং শৌচালয় নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি সেই সমস্যা অন্যান্যদেরও মিটিয়ে দেবেন।”