নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ব্যাঙ্ক রয়েছে তাদের অধিকাংশ দুভাগে বিভক্ত, সরকারি ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে সমবায় সমিতি। গ্রাহকরা তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় রাখার ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কগুলির দিকে ঝুঁকলেও বেসরকারি ব্যাঙ্কগুলিও ব্যাপকভাবে বাজার তৈরি করেছে। আর এই সকল বেসরকারি ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক হল এইচডিএফসি ব্যাংক (HDFC)।
ভারতের মতো দেশের বড় সংখ্যার মানুষ এই ব্যাংকের উপর নির্ভর করে আর্থিক লেনদেন থেকে শুরু করে অন্যান্য কাজ করে থাকেন। তবে এই ব্যাংকের ক্ষেত্রে এবার ১ জুলাই থেকে আসছে বড় পরিবর্তন। এক্ষেত্রে আপনি যদি এই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে সেই পরিবর্তন সম্পর্কে জানতেই হবে।
মূলত এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেড সংযুক্তিকরণ হতে চলেছে। এই সংযুক্তিকরণের দিনক্ষণ ঘোষণা করা হয় মঙ্গলবার। এইচডিএফসি গ্রুপের চেয়ারম্যান দীপক পারেখ ঘোষণা করেছেন, আগামী ১ জুলাই এই সংযুক্তিকরণ কার্যকর হবে। ৩০ জুন বাজার বন্ধ হওয়ার পর এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেডের একটি বোর্ড সভা বসবে এবং সেই সভাতেই সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হবে।
এই সংযুক্তিকরণ হয়ে যাওয়ার পর ১৩ জুলাই থেকে এইচডিএফসি স্টক ডিলিস্টিং করা হবে। ওই দিনই গ্রুপের হাউজিং ফাইন্যান্স ফার্মের শেয়ার স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করা হবে। এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেড এক হয়ে যাওয়ার পর ১৩ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হবে HDFC লিমিটেড শেয়ারের লেনদেন। এই সংযুক্তিকরণ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংযুক্তিকরণ হতে চলেছে এবং এমন সংযুক্তিকরণের পর এইচডিএফসি ব্যাঙ্ক বিশ্বের পঞ্চম মূল্যবান ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হবে। ক্যাপিটালের বিচারে গত এপ্রিল মাসে এইচডিএফসি ব্যাংক বিশ্বে ১১ নম্বর স্থানে ছিল।
এত বড় ধরনের সংযুক্তিকরণ হওয়ার পর এইচডিএফসি ব্যাংকের মূলধন ১৬৮ মিলিয়ন ডলার হতে চলেছে। এর ফলে উভয় সংস্থার গ্রাহকরাই উপকৃত হবেন। এর পাশাপাশি প্রভাব পড়বে ঋণগ্রহীতা থেকে শুরু করে আমানতকারীদের উপর। যা জানা যাচ্ছে তাতে এমন সংযুক্তিকরণ সম্পন্ন হওয়ার পর দুই সংস্থার গ্রাহকরা উপকৃত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি উপকৃত হবেন এইচডিএফসি লিমিটেডের গ্রাহকরা।