নিজস্ব প্রতিবেদন : মোবাইল ডাটার পাশাপাশি এখন দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ব্রডব্যান্ডের (Broadband)। অনেক বেশি স্পিড এবং ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে আলাদা স্বাচ্ছন্দ্যের কারণেই ব্রডব্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ব্রডব্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জিও, এয়ারটেল, বিএসএনএল সহ বিভিন্ন সংস্থা ব্রডব্যান্ড ব্যবসায় ব্যাপক জোর দিচ্ছে।
ভারতবর্ষে যে সকল সংস্থা ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হিসেবে জায়গা করে নিচ্ছে মুকেশ আম্বানির জিও (Jio)। মুকেশ আম্বানির সংস্থা জিও জিও ফাইবার, জিও এয়ার ফাইবার পরিষেবার মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ব্রডব্যান্ড। এছাড়াও তাদের ৩৯৯ টাকার প্ল্যানের ধারে কাছে নেই অন্য কোন সংস্থার প্ল্যান।
মাসে মাত্র ৩৯৯ টাকায় যেসব সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির জিও ফাইবার তা রীতিমতো পয়সা উসুল। ৩৯৯ টাকায় আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে আনলিমিটেড কল। তবে ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে আনলিমিটেড ইন্টারনেট অথবা আনলিমিটেড কলের থেকেও সবচেয়ে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হল ইন্টারনেট স্পিড।
আরও পড়ুন ? Jio vs BSNL: Jio কে টেক্কা! এবার BSNL মাত্র ২৩০ টাকায় দিচ্ছে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা
জিওর তরফ থেকে ৩৯৯ টাকায় যে সুবিধা দেওয়া হচ্ছে তাতে গ্রাহকরা 30 mbps স্পিড পাবেন। অন্যান্য সংস্থার ক্ষেত্রেও এমন স্পিডে ইন্টারনেট পরিষেবা থাকলেও তার জন্য কিছুটা হলেও বেশি খরচ করতে হয়। যে কারণে মুকেশ আম্বানির জিও ফাইবারের থেকে আর কেউ সস্তায় এমন পরিষেবা দিতে পারেনা। এরই পরিপ্রেক্ষিতে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জিও ফাইবার এবং জিওর অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবার।
তবে জিও ফাইবার পরিষেবা ব্যবহার করার জন্য ৩৯৯ টাকা প্ল্যানের জন্য গ্রাহকদের ৪৭০.৮২ টাকা গুনতে হয়। কেননা ৩৯৯ টাকার সঙ্গে ১৮% জিএসটি লাগে। এই জিএসটি দিয়ে মোট খরচ দাঁড়ায় ৪৭০.৮২ টাকা। তবে তাহলেও এর থেকে সস্তায় এমন স্পিডে ইন্টারনেট এবং এমন সব পরিসেবা এয়ারটেল অথবা বিএসএনএল-এর মত সংস্থা দিতে পারেনা।