Hallmark Gold Purity: সোনা কেনার সময় হয়ে যান সতর্ক, হলমার্ক সোনা খাঁটি কিনা যাচাই করে নিন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Hallmark Gold Purity: দীপাবলির আগেই গোটা দেশ জুড়ে পালিত হবে ধনতেরাস উৎসব। এই বিশেষ উৎসবে সোনা কেনা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সারা বছর এই বিশেষ দিনের জন্য অনেকেই অর্থ সঞ্চয় করে থাকেন এবং নানারকম প্ল্যান করেন কিরকম সোনা কিনবেন সেই ব্যাপারে। সোনা কেনার পরিকল্পনা থাকলে কিছু কিছু বিষয়ের ওপরে আলোকপাত করা দরকার। কখনোই হলমার্ক ছাড়া আসনা কিনবেন না তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে।

Advertisements

সোনা কেনার সময় হলমার্ক (Hallmark Gold Purity ) ছাড়া কখনোই কিনবেন না এবং সাথে দেখে নেবেন বিশেষ নম্বরটিও। আসল সোনা চেনার একমাত্র উপায় হলমার্ক। বর্তমানে সোনার মূল্য অনেক বেশি তাই নিজের সঞ্চিত অর্থ যখন ব্যয় করবেন যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। শুধু হলমার্ক দেখলেই হবে না সাথে দেখতে হবে তার পাশে দেওয়া নম্বরটি।

Advertisements

নিশ্চয়ই ভাবছেন কোন সংখ্যার কথা বলা হচ্ছে এখানে? এই সংখ্যা হল হলমার্কের পাশেই উল্লেখ করা অংশ। ধরুন কোনও সোনার গহনায় খোদাই করা রয়েছে হলমার্ক ৩৭৫(Hallmark Gold Purity ) । অর্থাৎ গহনায় ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে। তাই সংখ্যার পরিমাণ যত বাড়বে বুঝবেন ততই সোনার খাঁটিত্বের মানও বাড়বে। হলমার্ক ৭৫০ হলে, গহনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে সেটাই বোঝায়।

Advertisements

আরো পড়ুন: ধনতেরাসে সোনা কিনুন মাত্র ১০০ টাকায়, কোথায় পাবেন এই সুবর্ণ সুযোগ

কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা এই সম্পর্কে একেবারেই অবগত নন। সোনা কিনতে দোকানে গিয়ে তারা কখনোই হলমার্ক দেখে সোনা কেনেন না। তাই সোনা কতটা খাঁটি কিনছেন সে বিষয়ে জানতে পারেন না একটুও। সোনা কেনা ভবিষ্যতের জন্য লাভজনক, কিন্তু সেটা আদৌ কতটা খাঁটি কিনছেন সেটা যাচাই করে দেখতে হবে।

যদি কোন সোনাতে আপনি দেখেন ৯১৬ হলমার্ক (Hallmark Gold Purity ) তাহলে বুঝবেন সেই সোনাটি সবথেকে খাঁটি। এতে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। সাধারণত গহনায় ৯১৬ হলমার্কই থাকে। আবার কখনো দেখা যায় ৯৯৯ হলমার্ক। এর অর্থ অনেকেই বুঝতে পারেন না। অর্থাৎ গহনাটিতে ব্যবহার করা হয়েছে ৯৯.৯ শতাংশই খাঁটি সোনা। আপনার সোনা খাঁটি কি না, তা পরীক্ষা করা হয় ৬ ডিজিটের ইউনিক আইডি দিয়ে। আপনি যদি চান তাহলে খুব সহজেই BIS CARE অ্যাপে গিয়ে গহনার গায়ে খোদাই করা ৬ ডিজিটের নম্বর বসিয়ে সোনা আসল কি না নকল, নিমেষের মধ্যে যাচাই করে দেখে নিতে পারেন।

Advertisements