Final Candidates List: ঝাড়াই-বাছাই শেষ! বাদ গেলেন ইনারা, সামনে এলো বীরভূম ও বোলপুর লোকসভার ফাইনাল প্রার্থীদের নাম

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে আগামী ১৩ মে। সেইমতো ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হওয়ার পাশাপাশি ছাড়াই-বাছাই শেষে শুক্রবার নির্ধারিত সময়ে ফাইনাল প্রার্থীদের তালিকা (Final Candidates List) প্রকাশ করল নির্বাচন কমিশন। যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে ত্রুটি থাকার কারণে।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে ত্রুটি থাকার কারণে তাদের মধ্যে অন্যতম হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। যিনি এবার আইপিএস পদ থেকে ইস্তাফা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষ মুহূর্তে এসে শুক্রবার তার মনোনয়নপত্র বাতিল হয়েছে এমনটাই জানা যায়। মূলত রাজ্য সরকারের তরফ থেকে নো ডিউস সার্টিফিকেট না দেওয়ার কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দেবাশীষ ধর ছাড়াও বীরভূম লোকসভা কেন্দ্রে যারা মনোনয়নপত্র পেশ করেছিলেন তাদের মধ্য থেকে বাদ গিয়েছে RSMP-র হজরত আলির নাম। আর এই ঝাড়াই বাছাই পরে এবার যারা টিকে রইলেন তারা হলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য, কংগ্রেসের মিল্টন রশিদ, বহুজন সমাজ পার্টির রাজনাথ সরকার, তৃণমূলের শতাব্দী রায়।

আরও পড়ুন 👉 Madhyamik Result Timings: ২ মে সাতসকালেই বের হবে মাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন কখন থেকে দেখা যাবে অনলাইনে

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন এসইউসিআইয়ের আয়েশা খাতুন, ভারতীয় ন্যাশনাল জনতা দলের জাকির হোসেন, ইন্ডিয়ান ন্যাশনাল সোস্যালিস্টিক অ্যাকশন ফোর্সেস-এর দোলা সরকার, সর্বভারতীয় আর্য মহাসভার বিশ্বজিৎ মিশ্র, আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়ার লক্ষ্মী হেমরম, নির্দলের যারা যারা টিকে রইলেন তারা হলেন অমিয় ঘোষ, আব্দুল ইমরান এবং সৌরভ মুদি। প্রতিদ্বন্দ্বিতা হবে মোট ১২ জনের মধ্যে।

বোলপুর লোকসভা কেন্দ্রে যারা যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। এক্ষেত্রে বোলপুরে মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তারা হলেন তৃণমূলের অসিতকুমার মাল, বিজেপির পিয়া সাহা, বহুজন সমাজ পার্টির মানিকচন্দ্র প্রধান, সিপিআইএমের শ্যামলী প্রধান, সোসালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়া এসইউসিআইয়ের বিজয় কৃষ্ণ দলুই, হিন্দুস্তান শক্তি সেনার মন্টু ধীবর, মূলনিবাসী পার্টি ওফ ইন্ডিয়ার শান্ত দাস এবং নির্দলের অতুল চন্দ্র বাউরী।