Cheque Clearing Rules: চেক ভাঙ্গানোর নিয়মে বদল, আর সময় লাগবে না ২ দিন, নতুন সিস্টেম জানালো RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা যতই আসুক না কেন, সব সময় অন্যতম ভূমিকা পালন করে থাকে চেক (Cheque)। বিশেষ করে যখনই মোটা টাকার লেনদেনের প্রসঙ্গ আসে তখনই চেক ছাড়া চলে না বললেই হয়। তবে চেক ভাঙ্গানোর ক্ষেত্রে অন্ততপক্ষে সময় লেগে যায় দুদিন। এবার এই নিয়মে বদল (Cheque Clearing Rules) এনে নতুন সিস্টেমের কথা জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার চেক ভাঙ্গানোর নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছেন। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়ম আনতে চলেছে তাতে আর চেক ভাঙ্গাতে দুদিন সময় লাগবে না। চেক ভাঙ্গানোর ক্ষেত্রে সময় কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতের ব্যবসার আরও উন্নতি হবে।

Advertisements

চেক ভাঙ্গানোর ক্ষেত্রে মূলত ব্যাচ প্রসেসিং মোড ব্যবহার করা হয়। এক্ষেত্রে বর্তমানে যে সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে সেই সিস্টেম অনুযায়ী একই ব্যাঙ্কের চেক না হলে তা ভাঙ্গাতে অন্ততপক্ষে দুটি কর্মদিবস লেগেই যায়। দুটি কর্মদিবস লেগে যাওয়ার কারণে বহুক্ষেত্রেই নানান সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। আবার যদি মাঝে ছুটির দিন পড়ে যায় তাহলে চেক ভাঙ্গিয়ে ক্যাশ হওয়ার ক্ষেত্রে সময় আরও লাগে।

Advertisements

আরও পড়ুন ? Baby Berth in Train: ট্রেনের টিকিট বুকিংয়ে যুক্ত হতে চলেছে নতুন অপশন, সুবিধা পাবেন মায়েরা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিকল্পনা নিয়েছে, একটি মেকানিজমের মাধ্যমে এই প্রসেসকে আরও দ্রুত করার। যে মেকানিজমের কথা বলা হয়েছে সেই মেকানিজম অনুযায়ী যেদিন ব্যাঙ্কে চেক ভাঙ্গানোর জন্য জমা করা হবে সেই দিনই চেক ভেঙ্গে ক্যাশ হয়ে যাবে। নতুন সিস্টেম অনুযায়ী সেই দিন বললে ভুল হবে, কেননা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েক ঘন্টার মধ্যেই চেক ভেঙ্গে যাবে। আর এর ফলে যিনি চেক পাচ্ছেন অর্থাৎ প্রাপক অনেক উপকৃত হবেন।

নতুন পদ্ধতি অনুযায়ী ব্যাঙ্কে চেক জমা দেওয়ার পর সেই চেকের একটি ইলেকট্রনিক ইমেজ পাঠানো হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। চেকের ইলেকট্রনিক ইমেজ পাঠানোর পাশাপাশি তার সঙ্গে থাকবে সমস্ত রকম তথ্য। এক্ষেত্রে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে চেক যাওয়ার জন্য যে সময় লাগত তা আর লাগবে না। চেকের ইলেকট্রনিক ইমেজ এবং তার সঙ্গে যাবতীয় তথ্য পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা।

Advertisements