Boroline Sale: বোরোলিন পাওয়া যাবে না এমন বাঙ্গালি বাড়ি নেই, এই বোরোলিনের বিক্রি বাড়ার মূলে কে জানেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Boroline Sale:: বোরোলিন হল এমন একটি প্রসাধনী দ্রব্য যা বাঙ্গালীদের মধ্যে খুবই পরিচিত। শীতকালে বেশিরভাগ বাঙালি বাড়িতেই বোরোলিনের চাহিদা বৃদ্ধি পায়। শীতকালের রুক্ষ আবহাওয়াতে বোরোলিনের বিকল্প আর কিছু হতে পারে না। বাজারে বহু নামিদামি কোম্পানির ক্রিম আসলেও বোরোলিনের ব্যবহার কমানো যায়নি। যারা অনেক দামি ক্রিম ব্যবহার করেন তারাও কিন্তু বোরোলিন ব্যবহার করতে ভোলেন না। এই শীতের রাতে ঠোঁটে বোরোলিন লাগিয়ে ঘুমাতে যান এমন মানুষের সংখ্যা প্রচুর। আজকের এই প্রতিবেদনে বোরোলিন সম্পর্কে এমন একটি আশ্চর্য তথ্য জানতে পারবেন যা সত্যি অবাক করার মত।

Advertisements

বোরোলিন কিন্তু অনেক পুরনো কোম্পানি, বহু বছর ধরে মানুষ বোরোলিন ব্যবহার করে আসছে। কিন্তু পুরনো বোরোলিনকে নতুনভাবে মার্কেটে জনপ্রিয়তা (Increase Boroline Sale) দেওয়ার মূলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ভোলার নয়। এই সম্পর্কে হয়তো অনেকেই সঠিকভাবে জানেন না। তাই আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন, তাহলেই জানতে পারবেন বহু অজানা তথ্য।

Advertisements

রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য শিল্প এবং মার্কেটিং নিয়ে মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক রকম টিপস দিয়ে থাকেন। এক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে এবং চমপ্রদভাবে বৃদ্ধি পেয়েছে বোরোলিনের সেল। তিনি বোরোলিন নির্মাতাদের টিপস দিয়েছিলেন। সেই টিপস কাজে লাগিয়ে বোরোলিন কোম্পানি (Increase Boroline Sale) তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। গত বছর একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আসুন শুনে নিই।

Advertisements

আরও পড়ুন:Full Form of BorolineFull Form of Boroline: ঠোঁট ফাটলেই মনে পড়ে বোরোলিনকে, কিন্তু জানেন এর ফুলফর্মটি কি

বোরোলিন নির্মাতাদের তিনি নিজে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথাও বলেছেন। তিনি নির্মাতাদের উপদেশ দেন যে বোরোলিন টিউব এবং কৌটোতে শক্ত হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু বোরোলিনের বিক্রি অনেকাংশে কমে গেছে। যাতে বোরোলিন কোম্পানি বিক্রি বাড়াতে পারে সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

বোরোলিন শক্ত হওয়ার জন্য অনেকেই তা পছন্দ করছিল না, তাই কিছুটা সফট এবং আধুনিক করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। যাতে ঠোঁটে দিলে শক্তভাব অনুভব না হয়। একঘেয়েমি থেকে বেরিয়ে নতুন চন্দন ফ্লেভারের বোরোলিন করার কথা বলেন তিনি। এই অভিনব উদ্যোগের ফলে বাজারে আবার নতুন করে বিক্রি (Increase Boroline Sale) বাড়তে থাকে বোরোলিনের। শুধুমাত্র টিউবে নয় ছোট ছোট কম দামি কৌটোতেও এখন বোরোলিন সহজে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন এই ছোট ছোট বুদ্ধির কারণে ব্যবসা আরো অনেক দূর এগোতে পারে।

Advertisements