IPL 2024 Sponsor: খেলার দুনিয়াতেও বাড়ল চাপ! চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিচ্ছে BCCI

নিজস্ব প্রতিবেদন : হাতে আর খুব বেশি সময় নেই। আর কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল (IPL 2024)। ইতিমধ্যেই আগামী বছরের আইপিএলের জন্য মিনি নিলাম হয়ে গিয়েছে। যেখানে প্রতিটি দল নিজেদের চাহিদা এবং সাধ্যমত নতুন নতুন খেলোয়ারদের নিজেদের ঝুলিতে পুরেছেন। এসবের মধ্যেই এবার আসন্ন আইপিএলের স্পন্সরদের (IPL 2024 Sponsor) নিয়ে বড় আপডেট পাওয়া গেল। বড় আপডেট বলতে এবার চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই (BCCI)।

আইপিএল কেবলমাত্র বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ নয়, এর পাশাপাশি আইপিএল হল বিশ্বের সবচেয়ে জমকালো ক্রিকেট লিগ। যে ক্রিকেট লিগে খেলার জন্য যেমন খেলোয়াড়রা মুখিয়ে থাকেন, যে ক্রিকেট লিগের দর্শকরা মুখিয়ে থাকেন, ঠিক সেই রকমই এই ক্রিকেট লিগে স্পন্সর করার জন্য বহু সংস্থা মুখিয়ে থাকেন। কিন্তু লুকিয়ে থাকলেও এবার চিনা সংস্থাগুলি স্পন্সরশিপে অংশগ্রহণ করতে পারবে না বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে খেলার দুনিয়াতেও স্পন্সরশীপের ক্ষেত্রে চাপ বাড়ছে চিনের।

২০২০ সালে গালওয়ানে ভারত-চিন সম্পর্কে অবনতি হয়েছিল। সেই সময় আইপিএলের টাইটেল স্পন্সর ছিল চিনা স্মার্টফোন নির্মাতা ভিভো। এই ঘটনার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং ওই সংস্থার সঙ্গে নেতিবাচক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিসিসিআই তাদের স্পনসরশিপ সরিয়ে দেয়। সম্প্রতি ২০২৪ সালের আইপিএলের জন্য টাইটেল স্পন্সর খুঁজতে বিসিসিআই টেন্ডার প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, চীনের সাথে সম্পর্কের কথা বিবেচনা করে চীনা সংস্থাগুলিকে বিনিয়োগ করতে নাও দেওয়া হতে পারে।

আরও পড়ুন 👉 Earning of Mukesh Ambani: IPL 2023 থেকে কত টাকা পকেটে পুরলেন মুকেশ ও নীতা আম্বানি!

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যদি চিনা সংস্থাগুলি আইপিএলকে আলোয় রেখে নিজেদের ব্র্যান্ডের প্রচার করার মতো পরিকল্পনা গ্রহণ করেছিল তাহলে সেই পরিকল্পনা এবার ভেস্তে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অন্ততপক্ষে বিসিসিআই এখনো পর্যন্ত যেভাবে চিনা সংস্থাগুলির উপর মনোভাব রেখেছে তাতে তাদের জন্য খুব একটা আশার আলো হবে না। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত চীনা সংস্থাগুলির শিরেসংক্রান্তি বলেই মনে করছেন।

বিসিসিআইয়ের তরফ থেকে তাদের টাইটেল স্পন্সরের জন্য যে টেন্ডার ডাকা হয়েছে, সেই টেন্ডার থেকে জানা যাচ্ছে, যে সংস্থা টাইটেল স্পন্সারশিপ নেবে তাদের বার্ষিক খরচ করতে হবে ৩৬০ কোটি টাকা। ভিভো টাইটেল স্পন্সরশিপ থেকে বাদ পড়ার পর ভারতের দেশীয় সংস্থা টাটা (TATA) এতদিন টাইটেল স্পন্সরশীপ নিয়েছিল। তবে এবার বিসিসিআই নতুন স্পনসর খুঁজছে।