Jio Phone গ্রাহকদের জন্য সুখবর, বদলে যাচ্ছে ৪টি রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষ যাতে 4G পরিষেবা বহন করতে পারেন তার জন্য মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio অল্প দামে বাজারে নিয়ে এসেছে 4G ফিচার ফোন Jio Phone। আর নতুন বছরে এই Jio Phone গ্রাহকদের ৪টি রিচার্জ প্ল্যানে বদল ঘটতে চলেছে।

৭৫ টাকা : এই রিচার্জ প্ল্যানে নিয়ে গ্রাহকরা মোট ৩ জিবি ডেটা পান এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পেতেন। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে SMS করা যেত। বৈধতা ২৮ দিন।

১লা জানুয়ারি এই রিচার্জ প্ল্যানে যুক্ত হতে চলেছে ভারতের যেকোন নম্বরে আনলিমিটেড কলের সুবিধা। অর্থাৎ অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য যে ৫০০ মিনিট দেওয়া হতো তার পরিবর্তে দেওয়া হবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

১২৫ টাকা : এই রিচার্জ প্ল্যানে নিয়ে গ্রাহকরা প্রতিদিন ১৪ জিবি ডেটা পান এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পেতেন। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে SMS করা যেত। বৈধতা ২৮ দিন।

১লা জানুয়ারি এই রিচার্জ প্ল্যানে যুক্ত হতে চলেছে ভারতের যেকোন নম্বরে আনলিমিটেড কলের সুবিধা। অর্থাৎ অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য যে ৫০০ মিনিট দেওয়া হতো তার পরিবর্তে দেওয়া হবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

১৫৫ টাকা : এই রিচার্জ প্ল্যানে নিয়ে গ্রাহকরা মোট ২৮ জিবি ডেটা পান এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পেতেন। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে SMS করা যেত। বৈধতা ২৮ দিন।

১লা জানুয়ারি এই রিচার্জ প্ল্যানে যুক্ত হতে চলেছে ভারতের যেকোন নম্বরে আনলিমিটেড কলের সুবিধা। অর্থাৎ অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য যে ৫০০ মিনিট দেওয়া হতো তার পরিবর্তে দেওয়া হবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

১৮৫ টাকা : এই রিচার্জ প্ল্যানে নিয়ে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা পান এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পেতেন। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে SMS করা যেত। বৈধতা ২৮ দিন।

১লা জানুয়ারি এই রিচার্জ প্ল্যানে যুক্ত হতে চলেছে ভারতের যেকোন নম্বরে আনলিমিটেড কলের সুবিধা। অর্থাৎ অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য যে ৫০০ মিনিট দেওয়া হতো তার পরিবর্তে দেওয়া হবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।