স্বাস্থ্যসাথী উপভোক্তাদের জন্য সুখবর, রাজ্যের বাইরেও মিলবে ক্যাসলেশ সুবিধা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের চিকিৎসা সংক্রান্ত সুবিধার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়। আর এই প্রকল্পের আওতায় যে সকল মানুষদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ারের জন্য পরিবার প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন। এই প্রকল্প শুরু হয় ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের যে কোন হাসপাতালে সুবিধা পাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

আর এই সকল স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে তাদের জন্য নতুন করে একটি সুখবর দিল রাজ্য সরকার। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরেও। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রাজ্যের বাইরে পাওয়ার কথা জুন মাসে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তা কার্যকরী হলো তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজে (CMC)।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসে জানিয়েছিলেন, তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজ (CMC) এবং নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-কে (AIIMS) রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। সেইমতো ভেলোরের সিএমসি-তে শুরু হয়ে গেল এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান। গত ৬ অক্টোবর থেকে স্বাস্থ্যসাথীর পোর্টালে ভেলোরের সিএমসি-র নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে।

Advertisements

আর এই সুবিধা ভেলোরের মত হাসপাতালে শুরু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে অজস্র মানুষ প্রতিমাসে ভেলোরে চিকিৎসা করানোর জন্য ছুটে যান। সেক্ষেত্রে যে সকল উপভোক্তাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা নাম নথিভুক্ত করালে ক্যাশলেস পরিষেবার সুবিধা পাবেন।

Advertisements