Cigarette Prices: সিগারেট প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ, বেড়ে গেছে সিগারেটের দাম। শুল্ক-কর বাড়ানোর কারণেই এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গেছে সিগারেটের। বাজার ঘুরলে দেখা যাবে যে বিভিন্ন কোম্পানির সিগারেটের দাম পিস প্রতি দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাত্ সবমিলিয়ে এক প্যাকেটের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
সিগারেটের দাম (Cigarette Prices) এভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কি? ৯ জানুয়ারি অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। যার মধ্যে সিগারেট হলো অন্যতম একটি পণ্য। সিগারেটের ক্ষেত্রে বাড়ানো হয়েছে মূল্যস্তর ও সম্পূরক শুল্ক। সেইজন্যই বিভিন্ন সিগারেটের কোম্পানিগুলোকে শুল্ক-কর পরিশোধ করতে হচ্ছে। যার ফলে একলাফে অনেকটাই বেড়ে গেছে খুচরো বাজারে সিগারেটের দাম। চিন্তার কোন কারণ নেই সিগারেটের দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে ভারতে নয়।
বিক্রেতারা বলছে কোম্পানিগুলো সিগারেটের দাম (Cigarette Prices) বাড়ানোর কারণে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে খুচরো ব্যবসায়ের ক্ষেত্রে সেভাবে বিক্রি কমেনি। পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে সিগারেট কোম্পানিগুলো নির্ধারণ করছে নতুন দাম। সিগারেটের প্যাকেটের গায়ে ব্যান্ডরোল থাকে। কারখানা থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানকে প্যাকেটের গায়ে ব্যান্ডরোল লাগিয়ে বাজারজাত করতে হয়। ব্যান্ডরোল বিক্রির দ্বারাই বিভিন্ন সরকার সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে।
আরও পড়ুন:Pakistan Gold Reserves: সিন্ধু নদে মিলেছে বহুমূল্য সোনার ভান্ডার, ভিখারি পাকিস্তান কি জাতে উঠবে
সিগারেটের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাবাব আহমেদ চৌধুরী বলেন, সিগারেট হলো দেশের সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী কোম্পানি, আকস্মিকভাবে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই উচিত ছিল সমস্ত অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা করার। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, সিগারেটের ওপর আরোপিত কর হওয়া উচিত ৭৫ শতাংশ। তবে বাংলাদেশে সেটি ছাড়িয়ে হয়েছে ৮৩ শতাংশ।
এক একটি সিগারেট কোম্পানি দাম বাড়িয়েছে একেকরকমভাবে। বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের প্রতি সিগারেটের দাম ছিল ১৮ টাকা; বৃদ্ধি পেয়ে হয়েছে ২০ টাকা। গোল্ডলিফ ব্র্যান্ডের প্রতিটির দাম ১৩ টাকা থেকে বেড়ে (Cigarette Prices) ১৫ টাকা হয়েছে। ২ টাকা বেড়ে প্রতি লাকি সিগারেটের দাম ১২ টাকা এবং স্টার ব্র্যান্ডের সিগারেট ১০ টাকা হয়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ডার্বি, পাইলট, হলিউডের দাম এখন ৮ টাকা এবং রয়্যালসের দাম ৭ টাকা; এসব সিগারেটের দাম বেড়েছে ১ টাকা।