রাজ্যের ক্যালেন্ডারে যুক্ত হলো পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি, মমতা বন্দ্যোপাধ্যায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী বছর থেকে বিরসা মুন্ডার জন্মদিনে মিলবে সরকারি ছুটি। আর মঙ্গলবার জানালেন পঞ্চানন বর্মার জন্মদিনেও সরকারি ছুটির মিলবে রাজ্যে। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে এদিন তিনি এই সরকারি ছুটির বিষয়ে ঘোষণা করলেন।

Advertisements

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই নেতাজি, বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। আর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল। আর এটা হয়ে গেল, খানিকটা নিশ্চিত হলাম।”

Advertisements

অন্যদিকে এদিন রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদির সমস্যার মুখ্যমন্ত্রী এদিন কথা বলেন। কিন্তু অভাব-অভিযোগের কথা শোনাকালীন তিনি মেজাজ হারান। আর তারপরেই বলে ওঠেন, “আর কিছু চাইবেন না। সব সময় দাও দাও। টাকা কোথায় থেকে আসবে? বাঁকুড়ার জন্য অনেক করেছি। সামনে ভোট আসছে, আগে ভালো করে ভোট করাও, তারপর সব দেখছি।” পাশাপাশি এদিন তিনি নেতাকর্মীদের জনসাধারণের পাশে দাঁড়ানোর কথা বলেন।

প্রসঙ্গত, পঞ্চানন বর্মা ১৮৬৬ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনটিকে ছুটির দিন হিসেবে উল্লেখ করায় আগামী বছর থেকে ১১ই ফেব্রুয়ারি রাজ্যে সরকারি ছুটি মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী।

Advertisements